'ভিনিসিয়ুসের মন ভালো নেই, তবে ব্যালন ডি'অর না পাওয়ায় নয়'
মন ভালো নেই ভিনিসিয়ুস জুনিয়রের। এবার ব্যালন ডি'অর জিতবেন বলেই ধারণা করে নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই পুরস্কার জিতে নেয় ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তবে ভিনিসিয়ুসের মন ভালো না থাকার পেছনে ব্যালন ডি'অর না পাওয়ার কোনো ভূমিকা নেই বলে দাবি করলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। স্পেনের ভয়াবহ বন্যার কারণে তার মন খারাপ বলে জানান এই কোচ।
গত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার দেখা যায় স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায়। তাত শহর ঢেকে যায় কাদা পানিতে। পানি, বিদ্যুৎ ও খাদ্য সংকটে অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পানির তোড় থেকে বাঁচতে মানুষ বাড়ির ছাদে বা গাছ আঁকড়ে ধরে থাকতে দেখা যায়। তাই ক্ষতিগ্রস্ত হয় অনেক সেতু ও ভবন। দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশেই মারা গিয়েছেন দুইশ জনেরও বেশি।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আগামীকাল এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এর আগে সংবাদ সম্মেলনে উঠে আসে ভিনিসিয়ুসের ব্যলন ডি'অর না পাওয়ার প্রসঙ্গ। সেখানেই এই কোচ বলেন, 'এটি একটি কঠিন সপ্তাহ ছিল কারণ পরিবেশ স্বাভাবিক নয়... তবে ব্যালন ডি'অরের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। স্পেনে যা ঘটছে তার জন্য কষ্ট এবং ভিন্ন পরিবেশ।'
অনুশীলনে ভিনিসিয়ুসের স্বাভাবিক উচ্ছ্বাস না থাকার বিষয়টি ফের উঠলে আবারও এই কোচ দাবি করেন, 'আমি আবারও বলছি, ভিনিসিয়ুস আমাদের মতোই দুঃখিত, তবে সেটা ব্যালন ডি'অরের কারণে নয়, ভ্যালেন্সিয়ায় ও যা দেখছে তার কারণে।'
ব্যলন ডি'অর প্রসঙ্গে বলেন, 'ও আমাদের মতই স্বাভাবিক। সৌভাগ্যবশত, আমরা সেই ম্যাচটি খেলিনি... সে অন্য সবার মতো ভালো অনুশীলন করছে।'
Comments