টেন হাগের কাছে ক্ষমা চেয়েছেন ব্রুনো

bruno fernandes and ten

টানা বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড সম্প্রতি বরখাস্ত করেছে  কোচ এরিক টেন হাগকে। ব্যর্থতার দায়ে কোচকে অপসারণ  করা হলেও দলের তারকা ব্রুনো ফার্নান্দেস বলছেন, দলের অবস্থার জন্য খেলোয়াড়রাও সমান  দায়ী। চাকরি হারানো কোচের জন্য তাই মন পুড়ছে তার। এজন্য সাবেক হওয়া কোচের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

একের পর এক মৌসুমে টানা ব্যর্থতার জন্য গত ২৮ অক্টোবর বরখাস্ত করা হয় টেন হাগকে। সাময়িকভাবে সহকারি কোচ রুড ফন নিস্টলরয়কে দেওয়া হয় দায়িত্ব। স্থায়ী কোচও এরমধ্যে অবশ্য নিয়োগ দিয়ে ফেলেছে দলটি। আড়াই বছরের চুক্তিতে পর্তুগিজ হুবেন আমুরি কাজ শুরু করবেন সোমবার থেকে।

সহকারী কোচ নিস্টলরয়ের অধীনে লিগ কাপে লেস্টার সিটির বিপক্ষে জেতার পর প্রিমিয়ার লিগে রোববার রাতে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইউনাইটেড। পেনাল্টি থেকে দলের হয়ে এদিন গোল পান পর্তুগিজ তারকা ব্রুনো।

ম্যাচ শেষে তিনি কথা বলেন টেন হাগের বিদায় নিয়ে, 'কোন ম্যানেজার (কোচ) চলে যেতে হলে দায় আমাদের উপরও আসে। কারণ পুরো দলই ভাল করতে পারছিল না। ১৫ জন ফুটবলারকে বাদ দেওয়ার থেকে কোচকে সরানো সহজ রাস্তা।'

'ম্যানেজারের বিদায় দলের জন্য অবশ্যই ভালো নয়। দল সেরা অবস্থায় নেই, ভালো করতে পারছে না। এর দায় কেবল তাকেই নিতে হয়েছে।'

দলের খারাপ করায় দায়ে কেবল কোচের চাকরি যাওয়া ঠিক মানতে পারছেন না ব্রুনো। এজন্য তিনি কোচ টেন হাগের কাছে ক্ষমাও চেয়েছেন, 'আমি ম্যানেজারের (টেন হাগ) সঙ্গে কথা বলে ক্ষমা চেয়েছি। তার বিদায়ে আমি হতাশ হয়েছি, তাকে সমর্থন করতে চেয়েছি। আমি গোল করতে পারছিলাম না এজন্য নিজেকেই দায়ী মনে হয়েছে।'

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

4h ago