ব্রাজিল দলে ফিরলেন ভিনিসিয়ুস, বাদ এন্দ্রিক

চোটের কারণে সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ছিলেন না রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চোট কাটিয়ে ফিরেছেন ব্রাজিল দলে। তবে বাদ পড়েছেন তার ক্লাব সতীর্থ এন্দ্রিক। অন্যদিকে এক বছরেরও বেশি সময় পর চোট কাটিয়ে মাঠে ফিরলেও নেইমারকে দলে রাখেননি কোচ দরিভাল জুনিয়র।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই রাউন্ডের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে সেলেসাওরা। আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর উরুগুয়ের মাঠে নামবে দলটি।

মূলত চোটপ্রবণ নেইমারকে নিয়ে তাড়াহুড়ো করতে চান বলেই তাকে দলে রাখেননি দরিভাল। এছাড়া তার ক্লাব আল-হিলাল থেকেও তাকে দলে না রাখার অনুরোধ ছিল। সব ঠিক থাকলে  আগামী মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমার ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

তবে দলে ফিরেছেন ১৭ বছর বয়সী তরুণ এস্তেভো উইলিয়ান। ম্যানচেস্টার সিটির হয়ে সবশেষ ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেও দলে আছেন সাভিনিয়ো। চমক হিসেবে দলে রয়েছেন নটিংহাম ফরেস্টের ২২ বছর বয়সী সেন্টার ব্যাক মুরিলো।

বিশ্বকাপ বাছাই পর্বে মাঝে সময়টা খুব বাজে কাটলেও সবশেষ দুই ম্যাচে জয়ের পর চার নম্বরে উঠেছে ব্রাজিল। সবমিলিয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তিনে রয়েছে উরুগুয়ে। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ২২ পয়েন্ট।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েভারতন।

রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিউস, মুরিলো।

মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।

আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিয়ো, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

7h ago