দেশে ফিরল চ্যাম্পিয়ন নারী ফুটবল দল 

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমারা।

গতকাল বুধবার রাতে কাঠমুন্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফে ফের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২২ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরের শিরোপা জিতেছিল মেয়েরা। এবারও দাপট দেখিয়ে কোচ পিটার বাটলারের অধীনে ট্রফি ধরে রাখে তারা।

Ritu Porna Chakma
সাফে সেরা খেলোয়াড় হন ঋতুপর্ণা চাকমা। ফাইনালে তার গোলেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

দেশে ফেরা বিজয়ী ফুটবলারদের বরণ করতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন বাফুফের শীর্ষ কর্মকর্তারা, আছেন সাধারণ মানুষও। বিমানবন্দরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবেন অধিনায়ক সাবিনা খাতুন। পরে ছাদ-খোলা বাসে করে তাদেরকে মতিঝিলে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হবে।

গতবার চ্যাম্পিয়ন হওয়ার পরও ছাদ-খোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে ফিরেছিল বাংলাদেশ দল। রাস্তার পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অভিনন্দন জানিয়েছিলেন লাল-সবুজ জার্সিধারীদের। এবার অবশ্য ফুটবলারদের বরণ করতে সেই পরিমাণ ভক্ত-সমর্থক উপস্থিত হননি।

এবারের রোমাঞ্চকর শিরোপা নির্ধারণী লড়াইয়ে বাটলারের দল ৫২তম মিনিটে এগিয়ে যায় মনিকা চাকমার কল্যাণে। চার মিনিটের ব্যবধানে নেপাল সমতায় ফেরে আমিশা কারকির গোলে। এরপর ৮১তম মিনিটে দূরপাল্লার অসাধারণ লক্ষ্যভেদে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ঋতুপর্ণা চাকমা।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago