ব্যালন ডি'অরে না গেলেও সেরা হয়ে রিয়াল কোচের উচ্ছ্বাস
প্রতিদ্বন্দ্বী ছিলেন পেপ গার্দিওলা, ইয়ান পিয়েরো গাসপেরিনি, জাভি আলনসো, লিওনেল স্কালোনি ও লুইস দে লা ফুয়েন্তের মতো তারকা কোচেরা। তাদের পেছনে ফেলে বর্ষসেরা কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও উচ্ছ্বাস জানাতে কৃপণতা করেননি এই ইতালিয়ান কোচ।
বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বর্ষসেরা কোচদের নাম ঘোষণা করে ফরাসি সাময়িকী 'ফ্রান্স ফুটবল'। এ বছর থেকেই পুরস্কারের তালিকায় নতুন এই ক্যাটাগরি যুক্ত করার হয়। পুরুষ ও নারী দুই বিভাগেই সেরা কোচদের নেদারল্যান্ডস ও বার্সেলোনা কিংবদন্তির ইয়োহান ক্রুইফর নামে ট্রফি দেওয়া হয়।
I want to thank my Family, my President, my Club, my Players and above all Vini and Carvajal. pic.twitter.com/bdMJQmTflx
— Carlo Ancelotti (@MrAncelotti) October 28, 2024
তবে এই অনুষ্ঠানে এবার যোগ দেননি আনচেলত্তি সহ রিয়াল মাদ্রিদের কেউই। বিজয়ী ঘোষণার কয়েক ঘণ্টা আগে তারা জানতে পারে যে এবারের ব্যালন ডি'অর পাচ্ছেন না ক্লাবের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তার প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করে তারা।
তবে অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও সেরা কোচের পুরস্কার পাওয়ায় সামাজিকমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আনচেলত্তি। দুই শিষ্য ভিনিসিয়ুস ও দানি কারবাহালকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'আমি আমার পরিবার, আমার সভাপতি, আমার ক্লাব, আমার খেলোয়াড় এবং সর্বোপরি ভিনি এবং কারভাহালকে ধন্যবাদ জানাতে চাই।'
আনচেলত্তির অধীনে গত মৌসুমে মোট ৫৫টি ম্যাচ খেলে হেরেছে মাত্র ২টি ম্যাচে। জিতেছে ৪১টি এবং বাকি ১২টি ড্র। চ্যাম্পিয়ন্স লিগে দলটি হয় অপরাজিত চ্যাম্পিয়ন। এছাড়া লা লিগা ও স্প্যানিশ সুপার কাপও জেতে রিয়াল মাদ্রিদ।
Comments