ভাগ্য আমার পক্ষে নেই: টেন হ্যাগ
দুর্দশা যেন কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। জয় যেন সোনার হরিণ হয়ে উঠেছে দলটির জন্য। নয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে নেমে গেছে দলটি। এবার ওয়েস্টহ্যামের কাছেও হেরে গেছে তারা। হারের পর ভিএআরের উপর ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে দুর্ভাগ্যকেও মেনে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ।
রোববার ওয়েস্টহ্যামের মাঠে ম্যাচটি ড্রয়ের দিকেই আগাচ্ছিল। একেবারে অন্তিম মুহূর্তে ভিএআরে যাচাই করে স্বাগতিকদের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ইউনাইটেড কোচ। ভিএআর প্রক্রিয়াকে কাঠগড়ায় তুলে বললেন, এই মৌসুমে বারবার এমন অন্যায়ের শিকার হয়েছেন তারা।
এদিন ম্যাচের ৭৪তম মিনিটে ক্রিসেনসিও সামারভিলার গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। সাত মিনিট পর দারুণ এক হেডে সমতা ফেরান কাসেমিরো। তবে যোগ করা সময়ে পাওয়া সেই পেনাল্টিতে বদলে যায় ম্যাচের চিত্র। সফল স্পটকিকে জয়সূচক গোলটি করেন জারোড বোয়েন।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে টেন হ্যাগ বলেন, 'এই মুহূর্তে, অবশ্যই ভাগ্য আমার পক্ষে নেই, (তবে) বিষয়টি শুধু আমার ব্যাপারে নয়, এটি দলের বিষয়ে এবং এটা আমাদের পক্ষে নয়। এবং গত মৌসুমটি ভিন্ন ছিল না, তবে শেষ পর্যন্ত, আমরা ঘুরিয়ে দিয়েছি এবং আমরা তাই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে এটি আজও একই হবে।'
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বললেন, 'এই মৌসুমে তিনবার মনে হয়েছে, আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। হ্যাঁ, আমাদের গোল করা উচিত ছিল। এত সুযোগ আমরা পেয়েছি, অন্তত দুই-তিন গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল। ... কিন্তু যেভাবে শেষ সময়ে পেনাল্টি দেওয়া হয়েছে, তা ছিল অন্যায্য ও অনুচিত।'
ভিএআর দেখার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন এই কোচ, 'প্রথমত, ফুটবলে সবসময় সেরা দলটিই জেতে না। আজকে তা আবারও পরিষ্কার ও নিশ্চিত হয়েছে। তবে এটা স্পষ্ট ও নিশ্চিত নয় যে, ভিএআর কীভাবে কাজ করেছে। কীভাবে এটা কাজ করে, কোন প্রক্রিয়ায় এটা পরিচালনা করা হয়…।'
'মৌসুম শুরুর আগে তারা ভিএআর প্রক্রিয়া ব্যাখ্যা করেছিল এবং জানিয়েছিল যে, কেবল নিশ্চিত হলেই তারা সেখানে ভূমিকা রাখবে। তাহলে স্পার্সের বিপক্ষে যখন ব্রুনো ফার্নান্দেজ লাল কার্ড পেল, তখন কেন তারা হস্তক্ষেপ করেনি? তখন তো স্পষ্ট ভুল ছিল এবং ভূমিকার প্রয়োজন ছিল। আজকে আবার তারা ভুল করেছে অনাহুত হস্তক্ষেপ করে। ম্যাচের প্রেক্ষাপটে দুটি সিদ্ধান্তেরই ছিল বড় প্রভাব,' যোগ করেন এই কোচ।
Comments