বার্নাব্যুতে বর্ণবাদী আচরণের শিকার ইয়ামাল

স্পেনে বর্ণবাদী আচরণের শিকার হওয়া নতুন কিছু নয়। বিশেষকরে অ্যাওয়ে ম্যাচে বেশ আতঙ্কেই থাকতে হয় কিছু খেলোয়াড়দের। সম্প্রতি এর প্রতিবাদে সবচেয়ে বেশি সরব রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। এবার তার ঘরের মাঠেই বর্ণবাদী আচরণের শিকার হয়েছে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে লা লিগার হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলের পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ামাল। এরপর গোল উদযাপনের সময় একেবারে সামনের সারিতে থাকা একজন ভক্তের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হন ইয়ামাল।

সেই ঘটনার ছবি ও ভিডিও এরমধ্যেই সংগ্রহ করেছে লা লিগা কমিটি এবং অ্যান্টি-ভায়োলেন্স কমিশন। ইয়ামালকে "ফাকিং ব্ল্যাক", "ফাকিং মুর" এবং "ট্রাফিক লাইটে গিয়ে রুমাল বিক্রি কর" এমন কিছু বাক্য ব্যবহার করেন সেই ব্যক্তি, যা সামাজিক মাধ্যমগুলোতে প্রচারিত ভিডিও স্পষ্টভাবে শোনা গিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো জানিয়েছে, এ ঘটনার যথাযথ ব্যবস্থা নেবে লা লিগা কর্তৃপক্ষ। ঘটনার নিন্দা জানিয়ে এবং অপরাধীদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করার ঘোষণা দিয়ে এরমধ্যেই একটি জোরালো বিবৃতি জারি করেছে রিয়াল মাদ্রিদও।

বিবৃতিতে তারা লিখেছে, 'ফুটবল এবং খেলাধুলায় বর্ণবাদ, জেনোফোবিয়া বা সহিংসতাকে বোঝায় এমন যেকোনো ধরনের আচরণের তীব্র নিন্দা করে রিয়াল মাদ্রিদ এবং গভীরভাবে অনুতপ্ত। গতরাতে স্টেডিয়ামের এক কোণে কয়েকজন ভক্তের দ্বারা উচ্চারিত অপমানমূলক এই দুঃখজনক এবং ঘৃণ্য অপমানের অপরাধীদের সনাক্ত করার জন্য একটি তদন্ত শুরু করেছে, যাতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়।'

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

9h ago