'অবিশ্বাস্য জয়ের' পর ক্লাসিকোতে নজর ফ্লিকের
সেই ২০১৫ সালের পর বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয় অধরা ছিল বার্সেলোনার। মাঝে তো ৮-২ গোলের বিব্রতকর হারের স্বাদও মিলেছে। লম্বা সময় পর জার্মান ক্লাবটির বিপক্ষে জয়টিকে অবিশ্বাস্য বলে মনে করেন কোচ হ্যান্সি ফ্লিক। তবে এখানেই থেমে থাকতে চান না এই কোচ। এবার তার নজর এল ক্লাসিকো ম্যাচে।
বুধবার রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে বায়ার্নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দুই পরাশক্তির সাক্ষাতে নয় বছর পর জয়ের মুখ দেখল দলটি। বাভারিয়ানদের বিপক্ষে তাদের সবশেষ জয়টি এসেছিল ২০১৫ সালের মে মাসে। সেবার সেমিফাইনালের প্রথম লেগে ক্যাম্প ন্যুতে ৩-০ গোলে জিতেছিল স্প্যানিশ ক্লাবটি।
বার্সেলোনার পরবর্তী মিশন এল ক্লাসিকো। লা লিগার ম্যাচে আগামী শনিবার রাতেই রিয়ালের মুখোমুখি দলটি। সেই ম্যাচের আগে এমন দারুণ জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন ফ্লিক, 'এই জয় অবিশ্বাস্য। বায়ার্ন অসাধারণ এক দল, যাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে। যারা জানে কীভাবে খুব ভালো ফুটবল খেলতে হয়, কীভাবে আপনি তাদের খেলতে দেখতে চান। আর অবশ্যই যখন আপনি এই ধরনের ম্যাচ জিতবেন, সেটাকে উদযাপন করতে হবে।'
'এই জয় আগামী শনিবারের আসন্ন ম্যাচের জন্য নিজেদের মানের উপর বিশ্বাস রাখার আত্মবিশ্বাস যোগাবে। আমাদের দল যে মান দেখাচ্ছে তাতে আমরা অনেক বড় কিছু অর্জন করতে পারি। আমরা অনেক সাহস নিয়ে খেলছি যে কারণে আমি খুব খুশি। এই দল শিখতে চায় এবং যে ব্যাপারগুলোতে আমরা ভালো করিনি, সেখান থেকেও শিখব,' যোগ করেন এই কোচ।
তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে একদিন কম বিশ্রাম পাওয়াটা একটু হলেও ভাবাচ্ছে বার্সেলোনা কোচকে। তবে সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন বলে জানান ফ্লিক, 'ক্লাসিকোর জন্য প্রস্তুত হতে আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে একদিন কম সময় পাব। তবে এই ম্যাচে সব খেলোয়াড়ই খেলতে চায়। আমরা ভালোভাবে প্রস্তুতি নেব এবং তৈরি থাকব।'
লা লিগায় ১০ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে হার এড়াতে পারলে শীর্ষে থাকবে দলটি। অন্যথায় নেমে যাবে দ্বিতীয় স্থানে। এছাড়া লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডেও বার্সেলোনাকে স্পর্শ করবে চিরপ্রতিদ্বন্দ্বীরা। ২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত ৪৩ ম্যাচ অপরাজিত ছিল কাতালানরা। আর গত বছরের সেপ্টেম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর থেকে ৪২ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে রিয়াল।
Comments