এক বছরের বেশি সময় পর মাঠে নামলেন নেইমার
এক বছরের বেশি আগে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের অপেক্ষা অবশেষে ফুরালো। আল-হিলালের জার্সিতে বদলি হিসেবে মাঠে নেমেছেন তিনি।
সোমবার রাতে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে আল-আইনের বিপক্ষে দ্বিতীয় অর্ধে মাঠে নামেন নেইমার। এই ম্যাচে ৫-৪ গোলে জিতেছে নেইমারের দল আল-হিলাল।
গত বছর অক্টোবরে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় বাম পায়ের হাঁটুতে চোট পান ৩২ বছর বয়েসী সাবেক বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই ফরোয়ার্ড। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তাকে যেতে হয় অস্ত্রোপচার টেবিলে।
অস্ত্রোপচারের পর লম্বা সময় পুনর্বাসনের মধ্যে ছিলেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা এই তারকা। নেইমার না থাকায় গত কোপা আমেরিকায় ভুগতে হয় ব্রাজিলকে। তাকে লম্বা সময় না পেয়ে বিপাকে ছিলো আল-হিলালও।
সোমবার শুরু থেকে বেঞ্চেই ছিলেন নেইমার। ৭৬ মিনিটে তাকে মাঠে নামান আল-হিলাল কোচ। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে নেইমার নামার পর এক গোল পায় আল-হিলাল। ম্যাচ জিতে ৫-৪ গোলে।
Comments