মেসির প্রভাব : ২০ ধাপ এগিয়ে সেরা দশে এমএলএস

ইউরোপের পাট চুকিয়ে গত বছরই মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিয়েছেন লিওনেল মেসি। অপ্টা দ্য এনালিস্টের দেওয়া তথ্য অনুযায়ী, তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী লিগের তালিকায় এমএলএস ছিল ২৯ নম্বরে। আর্জেন্টাইন অধিনায়কের আগমনে চলতি বছর এক ধাক্কায় লিগটি এগিয়েছে ২০ ধাপ। ঢুকে পড়েছে সেরা দশে।

মাঠের খেলায় লিগের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করে একটি সেরা তালিকা প্রকাশ করে থাকে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অপ্টা। বিশ্বের ১৮৩টি দেশের ৪১৩টি ঘরোয়া লিগের ১৩ হাজারের বেশি ক্লাব নিয়ে গবেষণা করে পাওয়ার রেটিং করে থাকে তারা।

সোমবার ঘোষিত সবশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, ৭৮.২ পাওয়ার রেটিং নিয়ে মেসির এমএলএস এখন নয় নম্বরে। প্রতিষ্ঠানটি নিজেদের করা প্রতিবেদনে মেসির এমএলএস এবং রোনালদোর প্রো লিগের মধ্যকার পার্থক্যের একটি চিত্র তুলে ধরে। গত বছর সৌদি প্রো লিগের অবস্থান ছিল ৩৬ নম্বরে। এবার ৭৩.৬ পাওয়ার রেটিং নিয়ে প্রো লিগ তিন ধাপ এগিয়ে উঠে এসেছে ৩৩ নম্বরে।

রোনালদো ছাড়াও বর্তমানে অনেক তারকা খেলোয়াড়ই খেলে থাকেন সৌদি প্রো লিগে। নেইমার, করিম বেনজেমা, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, এনগালো কান্তে, রিয়াদ মাহরেজদের মতো নামীদামী খেলোয়াড়রা যোগ দিয়েছেন এই লিগে। তাতে এই লিগের মান অনেক ওপরে উঠে। কিন্তু সে তুলনায় তরুণ খেলোয়াড়দের আকর্ষণ করতে পারেনি এই লিগ।

অন্যদিকে অনেক বছর ধরেই ধারাবাহিকভাবে অনেক ভালো মানের খেলোয়াড়রা খেলেছেন এমএলএসে। খেলেন অনেক নামীদামী তারকারাও। তরুণদেরও আকর্ষণ রয়েছে এই লিগে। আর মেসি যোগ দেওয়ার পর লিগটির ব্র্যান্ডিং ও বাণিজ্যিক দিক আরও শক্তিশালী হয়েছে। তরুণ খেলোয়াড়দের আধিক্যের কারণে লিগে প্রতিদ্বন্দ্বিতাও বেশি।

অপটা পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী দলের মানের ক্ষেত্রে প্রো লিগের তুলনায় এমএলএস অনেক কঠিন প্রতিযোগিতা। এমএলএসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন র‍্যাঙ্কিংযুক্ত দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ে ৬৩৮ স্থানের পার্থক্য রয়েছে। যেখানে সৌদি প্রো লিগে প্রায় দ্বিগুণ। এই লিগে সর্বোচ্চ এবং সর্বনিম্ন র‍্যাঙ্কিংযুক্ত দলের মধ্যে পার্থক্য ১১৩০ স্থান।

উত্তর আমেরিকান অঞ্চলে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি লিগ যুক্তরাষ্ট্রের এমএলএস আর মেক্সিকোর লিগা এমএক্সের সঙ্গে কানাডার সিএফএল মিলিয়ে আয়োজিত লিগস কাপে এমএলএসের ক্লাবগুলো ভালো করেছে। চ্যাম্পিয়ন হয়েছে মেসির মায়ামি। রানার্স আপ ও তৃতীয়ও হয়েছে এমএলএসের ক্লাব ন্যাশভিল ও ফিলাফেলফিয়া ইউনিয়ন।

তবে ক্লাব র‍্যাঙ্কিংয়ে মেসির দলের চেয়ে এগিয়ে আছে রোনালদোর আল-নাসর। আল নাসরের অবস্থান ৯২তম স্থানে। যেখানে মেসির মায়ামি রয়েছে ৯৮ নম্বরে। সৌদি আরবের দলগুলোর মধ্যে সবার উপরে আছে আল হিলাল। ৩৪তম স্থানে রয়েছে তারা। তবে সেরা-র‍্যাঙ্কযুক্ত এমএলএস দল হচ্ছে কলম্বাস ক্রু। ৩৫তম স্থানে রয়েছে দলটি।

উল্লেখ্য, লিগের বিবেচনায় বরাবরের মতো পাওয়ার রেটিংয়ে সবার ওপরে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। দ্বিতীয় স্থানে আছে ইতালিয়ান সিরি আ। এরপর তিনে জার্মান বুন্ডেসলিগা, চারে স্প্যানিশ লা লিগা এবং পাঁচে ফ্রেঞ্চ লিগ আঁর অবস্থান। তবে সিরি আ ও বুন্ডেসলিগার রেটিং পয়েন্ট সমান ৮৬.২।

Comments

The Daily Star  | English

Students block Mirpur Road demanding merit-based admissions

Students of Mohammadpur Residential School and College took to the street, causing gridlock on both sides of the road

10m ago