'বল তোমাকে মিস করবে,' ইনিয়েস্তাকে বিদায়ী বার্তায় মেসি

বার্সেলোনায় লিওনেল মেসির অভিষেকের দুই বছর আগে থেকেই খেলেন আন্দ্রেস ইনিয়েস্তা। একত্রে খেলেছেন ১৪ বছর। বার্সার অনেক অনেক জয়-পরাজয়ের সাক্ষী তারা। দুইজনই কাতালান ক্লাব ছেড়েছেন আগেই। এবার পেশাদার ফুটবলই ছাড়ার ঘোষণা দিলেন ইনিয়েস্তা। সেই সতীর্থের বিদায়ে আবেগি হয়ে পড়েছেন মেসি।

বুটজোড়া তুলে রাখার ঘোষণা আগেই দিয়েছিলেন ৪০ বছর বয়সী ইনিয়েস্তা। সোমবার সম্পন্ন করেছেন বিদায়ের আনুষ্ঠানিকতা। ২০০২ সালের অক্টোবরে বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ার শুরুর পর স্প্যানিশ ক্লাবটির হয়েই কাটিয়েছিলেন ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সেরা সময়টা।

সাবেক সতীর্থের বিদায়ে আর্জেন্টিনা অধিনায়ক মেসি ইনস্টাগ্রাম স্টোরিতে বার্সেলোনার জার্সিতে দুইজনের ছবি দিয়ে লিখেছেন, 'আমার অন্যতম জাদুকরি সতীর্থ এবং যাদের সঙ্গে খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করেছি, তাদের একজন। বল তোমাকে মিস করবে এবং আমরাও মিস করব। সর্বদা তোমার জন্য শুভকামনা, তুমি ফেনোমেনন।'

একত্রে বার্সার জার্সিতে জিতেছেন ৯টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা মেসি ও ইনিয়েস্তা। স্বাদ পেয়েছেন কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপেরও।

২০১৮ সালে বার্সা ছেড়ে জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা। সেখানে পাঁচ মৌসুম কাটিয়ে সবশেষ মৌসুমে খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে। অন্যদিকে ২০২১ সালে বার্সা ছেড়ে দুই মৌসুমে পিএসজিতে কাটিয়ে বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি।

জাতীয় দলেও দুইজনের অর্জন প্রায় সমান। দুটি মহাদেশীয় শিরোপার সঙ্গে একটি বিশ্বকাপের দেখা পেয়েছেন তারা। ২০১০ বিশ্বকাপ আর ২০০৮ ও ২০১২ সালের ইউরো জিতেছেন ইনিয়েস্তা। অন্যদিকে ২০২২ বিশ্বকাপসহ জিতেছেন ২০২১ ও ২০২৪-এর কোপা আমেরিকা জিতেছেন মেসি। তবে মাঝে ২০২২ সালের একটি ফিনালিসিমা জিতেন মেসি।

Comments

The Daily Star  | English

Corruption a significant obstacle to doing business in Bangladesh: CPD 

Around 17% of businesses identified corruption as biggest challenge, according to a CPD survey 

1h ago