রোনালদোর রাগ নিয়ে যা বললেন লেভানদোভস্কি

গত কয়েক বছর ধরেই মাঠে কিংবা মাঠের বাইরে মাঝেমধ্যেই মেজাজ হারাতে দেখা যায় ক্রিস্তিয়ানো রোনালদোকে। এ নিয়ে তীব্র সমালোচনাও হয়েছে ফুটবল মহলে। তবে তার এই রাগকে ফুটবলের প্রতি তার নিবেদন হিসেবেই দেখছেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি।

নেশন্স লিগের ম্যাচ খেলতে বর্তমানে পোল্যান্ডের ক্যাম্পে যোগ দিয়েছেন লেভানদোভস্কি। তাদের পরবর্তী ম্যাচে পর্তুগালের বিপক্ষে। যে দলে খেলবেন রোনালদো, যার বয়স ৪০ এর কাছাকাছি হলেও তরুণদের সঙ্গে খেলে যাচ্ছেন পাল্লা দিয়ে। তাই সেই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই উঠে সিআরসেভেনের প্রসঙ্গ।

রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করে লেভানদোভস্কি বলেন, 'ক্রিস্তিয়ানোকে নিয়ে বলতে পারি, তিনি ইতিহাসের অনেক পৃষ্ঠা লিখেছেন এবং সবসময় তার চারপাশের সকলের জন্য বার উত্থাপন করেছেন। এটি এমন কিছু যা উপেক্ষা করা যায় না। যদিও তিনি সবকিছু বা প্রায় সবকিছুই অর্জন করেছেন।'

রোনালদোরই রাগই ফুটবলের প্রতি তার উচ্চাকাঙ্ক্ষাকে প্রদর্শন করে জানিয়ে বলেন, 'তিনি ৩৯ বছর বয়সী এবং ৪০ এর কাছাকাছি, এটি স্পষ্ট যে তার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। কারণ তিনি রাগান্বিত এবং নার্ভাস হন এবং এটা তার উচ্চাকাঙ্ক্ষাকে প্রকাশ করে। আমার মনে হয় যদি তার সেই রাগ না থাকত, তাহলে তাকে হয়তো এমন মনে হতো যে সে শুধু খেলার জন্যই খেলছে।'

'তবে স্পষ্টতই তার এখনও ইচ্ছা রয়েছে এবং তিনি শারীরিকভাবে খুব ভালো আকৃতিতে আছেন। যা প্রমাণ করে তিনি যে পথ বেছে নিয়েছিলেন তা সফল ছিল। বয়স নির্বিশেষে, তার সংখ্যা বাড়তে থাকে এবং অন্যভাবে নয়। অবশ্যই তিনি ব্যতিক্রম এবং তার মতো ব্যতিক্রম খুব কমই আছে,' যোগ করেন এই বার্সেলোনা তারকা।

রোনালদোর অর্জন ফুটবল ইতিহাসে খোদাই করা লেখা থাকবে বলে মনে করেন লেভানদোভস্কি, 'আমি সম্পূর্ণরূপে বুঝতে পারি ক্রিস্তিয়ানো রোনালদো তার পুরো ক্যারিয়ারে কী অর্জন করেছেন এবং কীভাবে তিনি তার অর্জন এবং (গোল) সংখ্যা দিয়ে ফুটবলের ইতিহাসকে প্রভাবিত করেছেন। এটা অবশ্যই ইতিহাসে খোদাই হয়ে থাকবে।'

আগামী শনিবার (১২ অক্টোবর) নেশন্স লিগের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল ও পোল্যান্ড। দুই ম্যাচে দুটি জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ১ এ শীর্ষে রয়েছে পর্তুগিজরা। যেখানে দুই ম্যাচে একটি জয়ে ৩ পয়েন্ট লেভানদোভস্কির পোল্যান্ডের। 

Comments

The Daily Star  | English

Fishermen lost at sea: Authorities install plaque while families await aid

At least 188 fishermen have gone missing in the past three decades in Barguna's Patharghata upazila

13m ago