রেকর্ডের আরও কাছে মেসিরা
দলের সিনিয়র সব খেলোয়াড়দেরই বিশ্রাম দিয়ে বেঞ্চে রেখে দল সাজিয়েছিল ইন্টার মায়ামি। কিন্তু ড্রয়ের দিকে যাওয়ার পথে শেষ দিকে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মাঠে নামান কোচ জেরার্দো মার্তিনো। তবুও গোল মিলছিল না। তবে একেবারে অন্তিম মুহূর্তে পায় কাঙ্ক্ষিত গোল। তাতে টিকে মেজর লিগ সকারে (এমএলএস) মেসিরদের রেকর্ড গড়ার আশা।
টরন্টোর বিএমও ফিল্ডে বাংলাদেশ সময় রোববার সকালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের যোগ করার সময়ের তৃতীয় মিনিটে লুইস সুয়ারেজের পাসে জয়সূচক গোলটি করেন লিওনার্দো কাম্পানা।
এই জয়ে লিগের ইস্টার্ন কনফারেন্সে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট হলো মায়ামির। এমএলএসে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া থেকে দুই পয়েন্ট দূরে তারা। ২০২১ সালে নিয়মিত মৌসুমে এক আসরে সবচেয়ে ৭৩ পয়েন্ট পেয়েছিল নিউ ইংল্যান্ড। শেষ ম্যাচটি জিতলেই নতুন রেকর্ড হবে মেসিদের।
আর এই রেকর্ডটি গড়তে হবে সেই নিউ ইংল্যান্ডকে হারিয়েই। আগামী ১৯ অক্টোবর রেকর্ডের পথে নিয়মিত মৌসুমের শেষ দিনে নিজেদের মাঠে নিউ ইংল্যান্ডকে সামনে পাচ্ছে এরমধ্যেই সাপোর্টার্স শিল্ড জিতে নেওয়া দলটি।
টরন্টোর বিপক্ষে এদিন বড় তারকাদের বিশ্রাম দিয়ে খুব একটা সুবিধা করতে পারছিল না মায়ামি। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি, সের্জিও বুসকেতস, লুইস সুয়ারেজকে মাঠে নামান কোচ। যোগ করা সময়ে মিলে কাঙ্ক্ষিত গোল। সুয়ারেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন কাম্পানা।
Comments