কোনো অজুহাত খুঁজছেন না রিয়াল কোচ

একটা ম্যাচ হারতেই পারে রিয়াল মাদ্রিদ। কিন্তু হারের ধরণ নিয়েই হচ্ছে তীব্র সমালোচনা। শেষ দিকের কিছু সময় হারা পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে ফরাসি ক্লাব লিলে। তুলে নেয় কাঙ্ক্ষিত জয়ও। এমন ম্যাচে হারের পর তাই কোনো অজুহাত খুঁজছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

বুধবার রাতে ডেকাথলন অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিলের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। প্রথমার্ধের যোগ করা সময়ে সফল স্পটকিক থেকে জয়সূচক গোলটি করেন জনাথন ডেভিড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচ পর হারল রিয়াল। যে কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল দলদুটি। সেখানে দারুণ জয় তুলে নেয় ফরাসি ক্লাবটি।

হারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকাপে কোচ আনচেলত্তি বলেন, 'সত্যি বলতে কি আজকের ম্যাচে আমাদের নিয়ে সমালোচনা ন্যায্য। আমাদের এটা মানতে হবে। আমরা এই ম্যাচে ভালো খেলিনি। (গত) রাতটা আমাদের জন্য ভালো ছিল না। আমরা অজুহাত না খুঁজি। কারণ, আমাদের উন্নতি করতে হবে।'

অথচ ম্যাচটি সহজ হবে ভেবে কিলিয়ান এমবাপে, লুকা মদ্রিচ, ফ্রান্সিস্কো গার্সিয়া, আর্দা গুলারদের বেঞ্চে রেখে শুরু করেছিলেন আনচেলত্তি। কিন্তু পিছিয়ে পড়ায় দ্বিতীয়ার্ধে মাঠে নামান তাদের। কিন্তু কাজ হয়নি। ম্যাচে কোনো তিব্রতা আনতে পারেননি তারা। শেষ দিকের কিছু সময়ে চেষ্টা চালালেও গোল মিলেনি তাদের।

জয়ের কৃতিত্ব পুরোটাই প্রতিপক্ষকে দিয়ে নিজেদের উন্নতি করার দিকে নজর দিচ্ছেন আনচেলত্তি, 'সাম্প্রতিক সময়ে আমরা এমন কিছু দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।'

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটিতে জয় তুলে নিয়েছে রিয়াল। প্রথম ম্যাচে নিজেদের মাঠে স্টুটগার্টের বিপক্ষে ৩–১ গোলে জিতেছিল তারা। পয়েন্ট তালিকায় ৩৬ দলের মধ্যে বর্তমানে ১৭তম স্থানে রয়েছে।

Comments