ওসাসুনার কাছে হারের দায় নিলেন বার্সা কোচ

Osasuna's Abel Bretones celebrates with teammates

স্প্যানিশ লা লিগায় টানা সাত জয়ে উড়ছিল বার্সেলোনা। উড়তে থাকা জায়ান্ট ক্লাবকে মাটিতে নামিয়ে আনল ওসাসুনা। শুরুতেই লিড নিয়ে এগিয়ে যাওয়া দলটি দাপট ধরে রেখেই শেষ করেছে ম্যাচ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হেরে দায় নিচ্ছেন বার্সা কোচ হেনসি ফ্লিক।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে গিয়ে ৪-২ গোলে হারে বার্সা। এবারের মৌসুমে লা লিগায় এটা তাদের প্রথম হারের ধাক্কা।

১৮ ও ২৮ মিনিটে দুই গোল করে এগিয়ে যায় ওসাসুনা। ৫২ মিনিটে পাউ ভিক্টর এক গোল শোধ দেন। তবে আনতে বুদিমির ৭২ মিনিটে দ্বিতীয় গোল করলে ব্যবধান আবার বাড়িয়ে নেয় ওসাসুনা। ৮৫ মিনিটে আবেল ব্রেটুনেস চতুর্থ গোল করলে জেতা নিশ্চিত হয়ে যায় ওসাসুনার। ৮৯ মিনিটে বদলি নেমে লামিন ইমায়াল কেবল ব্যবধানই কমান।

এই ম্যাচে শুরুর একাদশে তরুণ তারকা ইমায়ালকে রাখেননি ফ্লিক। বেঞ্চে বসিয়ে রাখেন রাফিনিয়াকেও। একাদশে নাড়াচাড়া করা হারের কারণ মনে হচ্ছে তার, 'আমরা শুরুতে অনেক ভুল করেছি। এভাবে খেলাটা স্বাভাবিক নয়। দলে অনেক বদল এনেছি, এটাও হয়ত একটা কারণ।'

টানা খেলার মধ্যে থাকায় ইমায়াল, রাফিনিয়াদের বিশ্রাম দেওয়া যৌক্তিক বলেও মনে হচ্ছে তার। তবে এই কারণে দল হারলে তিনি সেই দায় নিতে রাজী, 'আমি মনে করি এটা জরুরি ছিলো। আমাদের প্রচুর খেলা ছিলো, কিছু খেলোয়াড়কে প্রচুর মাঠে থাকতে হয়েছে। এই বিষয় আমাদের নজরে রাখতে হয়েছে। যদি কাউকে হারের দায় দিতে হয়, আমাকে সেই দায় দিতে পারেন।'

ম্যাচ হারলেও ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭।

Comments

The Daily Star  | English

Yunus urges patience, promises polls roadmap soon after electoral reforms

He said the election train has started its journey and will not stop

36m ago