অবসর ভেঙে বার্সেলোনায় যোগ দেওয়ার কাছাকাছি স্ট্যাজনি

ভয়চেক স্ট্যাজনির নামটা শুনলে সবার আগে মনে আসে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির সেই পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার দৃশ্যের কথা। দারুণ এক স্পটকিক নিয়েও গোল আদায় করে নিতে পারেননি মেসি। অন্যথায় হয়তো গোল্ডেন বলের সঙ্গে গোল্ডেন বুটটাও পেতে পারতেন আর্জেন্টাইন অধিনায়ক। গত মৌসুম শেষেই গ্লাভস জোড়া খুলে রেখেছিলেন এই পোলিশ গোলরক্ষক। দুই মাস না যেতেই আবার ফিরছেন ফুটবলে।

জুভেন্তাসের নতুন কোচ থিয়াগো মোত্তার পরিকল্পনায় নেই জেনে দল বদলের চেষ্টা করেছিলেন স্ট্যাজনি। কাঙ্ক্ষিত কোনো ক্লাব থেকে প্রস্তাব মিলছিল না। তবে সৌদি আরবের বিশাল অর্থের ঝনঝনানি ছিল। এরচেয়ে পরিবারকে সময় দেওয়াকেই ভালো মনে করে অবসরের সিদ্ধান্ত নেন এই গোলরক্ষক। কিন্তু হুট করেই পরিস্থিতির কারণে ডাক পেয়ে গেলেন বার্সেলোনার কাছ থেকে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করার খুব কাছাকাছি তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রায় সবাই ফলাও করে ছাপিয়েছে স্ট্যাজনির অবসর ভেঙে ফিরে আসার কথা। ট্রান্সফার উইন্ডোর বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রজিও রোমানোও বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, 'ফ্রি এজেন্ট হিসেবে ভয়চেক স্ট্যাজনির সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছে বার্সেলোনা। এক বছরের চুক্তিতে সম্মত হয়েছে (দুই পক্ষ) এবং পরের দিনই স্পেনে শারীরিক চিকিৎসার জন্য বুক করা হয়েছে। প্রস্তাব স্ট্যাজনি মেনে নিয়েছেন।'

আর বার্সেলোনার প্রস্তাব ফেরাতে পারছেন না তা নিশ্চিত করেছেন স্ট্যাজনিও, 'বার্সেলোনার ইতিহাসের প্রতি আমার প্রবল শ্রদ্ধা আছে। বিশ্বের সেরা ক্লাবগুলির একটি এটি এবং টের স্টেগেনের চোটের পর তারা যে কঠিন অবস্থায় পড়েছে, তা বুঝতে পারছি। আমার মনে হয়, এটা (বার্সার প্রস্তাব) বিবেচনা না করাটা হবে অসম্মানজনক।'

২০০৯ সালে আর্সেনালে ক্যারিয়ার শুরুর পর ব্রেন্টফোর্ড ও রোমার হয়ে খেলার পর ২০১৭ সালে যোগ দেন জুভেন্তাসে। এই ইতালিয়ান ক্লাবে তিনটি স্কুদেত্তো সহ মোট পাঁচটি শিরোপা জিতেছেন। হয়েছেন লিগের সেরা গোলরক্ষকও। ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি বাকি থাকলেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গত মৌসুম শেষে জুভেন্তাসকে বিদায় জানিয়ে ফুটবলকেও বিদায় জানিয়েছিলেন তিনি।

মূলত বার্সার নিয়মিত গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেনের মারাত্মক ইনজুরির কারণেই সুযোগ মিলে স্ট্যাজনির। আগস্টের শেষে চলতি মৌসুমের দলবদল শেষ হয়ে গেলেও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিশেষ নিয়মে একজন গোলরক্ষককে দলে টানতে পারছে বার্সেলোনা। কোনো খেলোয়াড় চার মাসের বেশি সময়ের জন্য ছিটকে গেলে একজন খেলোয়াড় দলে টানার নিয়ম রয়েছে। আর সেই খেলোয়াড়কে হতে হবে ফ্রি এজেন্ট। স্ট্যাজনি ফ্রি এজেন্ট হওয়াতেই সুযোগটা নিয়েছে বার্সেলোনা।  

Comments

The Daily Star  | English

Yunus urges patience, promises polls roadmap soon after electoral reforms

He said the election train has started its journey and will not stop

20m ago