পুরো মৌসুমের জন্য ছিটকে গেলেন রদ্রি!
গত কয়েক মৌসুম ধরেই ম্যানচেস্টার সিটির মাঝমাঠের প্রাণভোমরা রদ্রি। তবে চলতি মৌসুমে মাঠে আর নাও দেখা যেতে পারে তাকে। অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় মৌসুম শেষ হয়ে গেছে জানিয়েছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন।
রোববার ইতিহাদে প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে ম্যানচেস্টার সিটির ২-২ গোলের ড্র ম্যাচের ২১তম মিনিটে থমাস পার্টির সঙ্গে বল দখলের লড়াইয়ে ডান হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন রদ্রি। চোট যে এতোটা গুরুতর তা বোঝা যায়নি। এদিন পরীক্ষা শেষে জানা যায় এসিএল ক্ষতিগ্রস্ত হয়েছে তার।
একটি সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, এসিএলের এই চোটের কারণে চলতি মৌসুমে আর মাঠে নামার সম্ভাবনা নেই এই স্প্যানিশ মিডফিল্ডারের। এসিএল ইনজুরি থেকে সেরে উঠতে আনুমানিক সাত থেকে আট মাসেরও বেশি সময় প্রয়োজন হয়। এরপর ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপারও থাকে।
তবে এ বিষয়ে খোলসা করে এখনও কিছু জানায়নি ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। তবে অন্যতম মূল তারকাকে হারানো নিঃসন্দেহে বড় ধাক্কা সিটিজেনদের জন্য।
এবার স্পেনের হয়ে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছেন রদ্রি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হন তিনি। আর ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছে প্রিমিয়ার লিগ শিরোপা। তার দুর্দান্ত পারফরম্যান্সে এবারের ব্যালন ডি'অর অন্যতম দাবীদার এই মিডফিল্ডার।
Comments