মৌসুম শেষ টের স্টেগেনের, আজই অস্ত্রোপচার
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে হারের ধাক্কা সামলে ভিয়ারিয়ালের মাঠে কি দারুণ জয়ই না তুলে নিল বার্সেলোনা। কিন্তু তারপরও স্বস্তিতে নেই দলটি। চোটে পড়েছেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ডান হাঁটুর প্যাটেলার টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে তার। দ্রুত মাঠে ফিরতে আজই অস্ত্রোপচার করানো হবে এই জার্মান গোলরক্ষকের।
রোববার রাতে ভিয়ারিয়ালের মাঠে স্বাগতিকদের ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে একটি বল ধরতে গিয়ে বেকায়দায় পা ফেলে চোটে পড়েন টের স্টেগেন। তখনই ধারণা করা হয়েছিল চোট বেশ গুরুতর। সোমবার পরীক্ষা শেষে এক বিবৃতি দিয়ে বার্সেলোনা জানিয়েছে, 'ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় সোমবার বার্সেলোনা গোলরক্ষকের অস্ত্রোপচার করা হবে।'
ঠিক কতোদিনের জন্য টের স্টেগেন ছিটকে গেছেন তা জানায়নি ক্লাবটি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, এ ধরণের চোট থেকে সেরে উঠতে আনুমানিক সাত থেকে আট মাস সময় লাগে। যার মানে হচ্ছে কার্যত পুরো মৌসুমকে বিদায় জানাতে যাচ্ছেন ব্লুগ্রানা দলের প্রথম অধিনায়ক।
এদিন সকালে ভিথাস ক্যাসেলন হাসপাতালে প্রথম পরীক্ষা করান টের স্টেগেন। ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে লা সেরামিকা স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে করে এই হাসপাতালেই নেওয়া হয়েছিল। পরীক্ষাগুলো নিশ্চিত করেছে যে শঙ্কা ছিল তাই হয়েছে। লম্বা সময়ের জন্যই এই গোলরক্ষককে হারাচ্ছে কাতালান ক্লাবটি।
এরপর ৩২ বছর বয়সী জার্মান গোলরক্ষককে ডান পা উঁচু করে হুইলচেয়ারে বসিয়ে বিমানে আলাদাভাবে বার্সেলোনায় ফিরিয়ে নেওয়া হয়। বার্সা ক্লাব থেকে একটি গাড়িতে সড়কপথে ফিরে আসেন। সকালে একটি অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে আবার সিউতাত এসপোর্তিভা মেডিকেল সেন্টারে পরীক্ষা করানো হয়।
Comments