টের স্টেগেনের পাশে বার্সেলোনা কোচ
লা লিগায় দারুণ সূচনা করলেও চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচেই মোনাকোর কাছে হেরে গেছে বার্সেলোনা। আর এই হারে যথেষ্ট দায় রয়েছে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের। তার ভুলেই ম্যাচের প্রায় শুরুতেই লাল কার্ড দেখতে হয়েছিল এরিক গার্সিয়াকে। ১০ জনের দল নিয়ে লড়াই করলেও হার এড়াতে পারেনি দলটি। তবে দুঃসময়ে কোচকে পাশে পাচ্ছেন এই গোলরক্ষক।
বৃহস্পতিবার রাতে মোনাকোর মাঠে ম্যাচের দশম মিনিটেই বড় ভুলটি করে ফেলেন টের স্টেগেন। সামনে থাকা এরিক গার্সিয়াকে বল পাস দিয়েছিলেন তিনি। যাকে ঠিক পেছনেই ছিলেন তাকুমি মিনামিনো। মুহূর্তেই গার্সিয়াকে এড়িয়ে বল নিয়ে ফাঁকায় ডি-বক্সে ঢুকে পড়তে চেয়েছিলেন এই জাপানি ফরোয়ার্ড। তাকে ঠেকাতে গিয়ে ফাউল করে বহিষ্কার হন গার্সিয়া। অথচ টের স্টেগেনের ডানে ও বাঁয়ে দুই দিকে ফাঁকায় ছিলেন দুই খেলোয়াড়।
তখন থেকেই নানা সমালোচনায় বিদ্ধ হচ্ছেন টের স্টেগেন। শুধু এই ম্যাচেই নয় বার্সেলোনার অনেক হারেই দায় রয়েছে তার। সে সব বিষয়গুলোও উঠে আসে সামনে। ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে মাঠে নামার আগে কোচ হ্যান্সি ফ্লিকের সংবাদ সম্মেলনে উঠে আসে এই প্রসঙ্গ।
তবে গোলরক্ষকের ভুল মেনে নিলেও তার খেলার স্টাইলের প্রশংসা করেছেন বার্সা কোচ, 'পায়ের কাছে বল নিয়ে খেলতে পারা অন্যতম শক্তি, সেটাই তার (টের স্টেগেন) খেলার স্টাইল। সে ভুল স্বীকার করেছে, কিন্তু আমিও ভুল করি, আপনিও ভুল করেন, আমরা সবাই ভুল করি। সে মানুষ।'
তবে পরের ম্যাচে এই গোলরক্ষককে স্পষ্ট নির্দেশনা দিয়েও মাঠে নামাবেন বলে জানান এই কোচ। একই সঙ্গে অতীতে করা তার পুরনো ভুল নিয়েও কথা বলতে চান না ফ্লিক, 'আমি আশা করি যে পরের বার তার প্রতি স্পষ্ট নির্দেশ থাকবে। আর আমি অতীত নিয়ে কথা বলতে চাই না।'
Comments