'সুপার লিগ' আমেজের চ্যাম্পিয়ন্স লিগ শুরু আজ রাতে

বড় দলগুলোর নিজেদের মধ্যে খেলা বাড়ানোর লক্ষ্যে সুপার লিগ আয়োজনের চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ সহ ইউরোপের বেশ কিছু ক্লাব। যদিও তা আলোর মুখ দেখেনি। তবে তাদের প্রচেষ্টার কারণে নিজেদের চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট বদলাতে বাধ্য করে উয়েফাকে। চলতি মৌসুম থেকে শুরু হচ্ছে নতুন নিয়মের এই আসর। যার শুরুটা হচ্ছে আজ মঙ্গলবার রাত থেকে।

প্রথম দিনেই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব ভিএফবি স্টুটগার্ট। মাঠে নামছে চ্যাম্পিয়ন্স অন্যতম সফল দুই দল এসি মিলান ও লিভারপুলও। সানসিরোতে মুখোমুখি হবে এই দল দুটি।

এছাড়া ইতালির আরেক জায়ান্ট ক্লাব জুভেন্তাস ঘরের মাঠে আতিথেয়তা দেবে পিএসভি আইন্দহোভেন। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ঘরের মাঠে খেলবে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবের বিপক্ষে। সুইস ক্লাব ইয়ং বয়েজের মাঠে খেলতে নামবে ৪২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসা অ্যাস্টন ভিলা। আর পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের প্রতিপক্ষ ফরাসি ক্লাব লিলে।

তবে সব ছাপিয়ে আলোচনা ওই নতুন ফরম্যাট নিয়ে। বিগত আসরগুলো থেকে এবার চ্যাম্পিয়ন্স লিগে বদলে গেছে অনেক কিছুই। দল বেড়েছে। তাতে স্বাভাবিকভাবেই বেড়েছে ম্যাচের সংখ্যাও। পাশাপাশি বেড়েছে অর্থ পুরস্কারের পরিমাণও।

এবার নেই কোনো গ্রুপ পর্ব। অন্যান্য বছর গ্রুপ পর্বে নির্দিষ্ট তিনটি প্রতিপক্ষের সঙ্গে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলে সেরা দুটি দল উঠত দ্বিতীয় রাউন্ডে। এবার প্রথম পর্বে একটি দলের বিপক্ষে একবারই খেলবে দলগুলো। ড্রতে নির্ধারিত হয়েছে প্রতিটি দল অন্য কোন আটটি দলের বিপক্ষে খেলবে।

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

2h ago