ওলমোর চোট, দুশ্চিন্তা বাড়ল বার্সেলোনার
চোট যেন পিছু ছাড়ছে না বার্সেলোনার খেলোয়াড়দের। নতুন মৌসুমে লা লিগায় দারুণ শুরু করলেও একের পর এক খেলোয়াড় ইনজুরিতে যাচ্ছেন ছিটকে। এবার জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছেন দানি ওলমো। যদিও ধারণা করা হচ্ছে চোট গুরুতর কিছু নয়। তবে নিঃসন্দেহে দুশ্চিন্তা বেড়েছে বার্সেলোনার।
উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে চোটের কারণে বার্সেলোনায় ফিরেছেন ওলমো। বেলগ্রেডে গত বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচের ৮২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার। জানা গেছে ঝুঁকি এড়াতে তাকে না খেলিয়ে ক্লাবে পাঠানোর সিদ্ধান্ত নেয় স্পেনের টিম ম্যানেজমেন্ট।
চলতি মৌসুমে চোটের তালিকাটা বার্সেলোনায় অনেক লম্বা। অনেক দিন থেকেই মাঠের বাইরে আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, গাভি, আনসু ফাতি, রোনালদ আরাহো। এরমধ্যে সপ্তাহ দুই আগে লা মাসিয়ার তরুণ মার্ক বেরনাল গেছেন পুরো মৌসুমের জন্যই ছিটকে। গত সপ্তাহে চোটে পড়েছেন ফেরমিন লোপেজও। স্বাভাবিকভাবে ওলমোর চোটে স্বস্তিতে নেই বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।
লা লিগায় এখন পর্যন্ত খেলা চারটি ম্যাচ জিতে শীর্ষে আছে বার্সেলোনা। আন্তর্জাতিক বিরতির শেষে আগামী রোববার জিরোনার মাঠে খেলবে তারা। ওই ম্যাচে ওলমোকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। লা লিগার 'ফিনান্সিয়াল ফেয়ার প্লে'র নিয়মের কারণে নিবন্ধন করাতে না পারায় প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। তবে নিবন্ধনের পর মাঠে নেমেই রায়া ভাইয়েকানোর বিপক্ষে জয় নায়ক ছিলেন তিনি।
Comments