বার্সায় নতুন খেলোয়াড়ের প্রয়োজন নেই: রাফিনহা

উইঙ্গার হিসেবে এক প্রান্তে লামিনে ইয়ামালকে পেয়ে সন্তুষ্ট হলেও অপর প্রান্তে তার নতুন সঙ্গীর জন্য হন্যে হয়ে চেষ্টা করেছে বার্সেলোনা। নিকো উইলিয়ামস, রাফায়েল লিয়াও, লুইস দিয়াজের মতো খেলোয়াড়দের নাম ছিল তালিকায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় লা লিগার 'ফিনান্সিয়াল ফেয়ার প্লে'। তবে এখন দলে নতুন কোনো খেলোয়াড়ের প্রয়োজনীয়তা অনুভব করছেন না ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।

শনিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল ভায়াদলিদকে ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দলের এমন উড়ন্ত পারফরম্যান্সের মূল নায়ক ছিলেন রাফিনহা। নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন। সঙ্গে করেছেন সতীর্থের গোলে সহায়তাও।

তবে এবারই নতুন নয়, এর আগেও অনেক ম্যাচে জ্বলে উঠেছিলেন রাফিনহা। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। যে কারণে তাকে বিক্রি করে নতুন উইঙ্গার আনার চেষ্টাও করেছে বার্সেলোনা। নানা কারণে হয়ে ওঠেনি। তবে গত মৌসুমের শেষ দিকে থেকে শুরু করে চলতি মৌসুমে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে দারুণ খেলে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। ভায়াদলিদের বিপক্ষে তো করলেন ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স।

ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত এই ব্রাজিলিয়ান বললেন, 'জানি না, এটাই আমার সেরা পারফরম্যান্স কি না। তবে অবশ্যই সেরাগুলোর একটি। খুবই খুশি আমি, আমার প্রথম হ্যাটট্রিক এটি। চেষ্টা করব সামনে আরও ভালো খেলতে এবং যত বেশি সম্ভব (গোল) করতে। দলকে জেতাতে পেরে আমি উচ্ছ্বসিত। খুব ভালো লাগছে। ছুটি থেকে ফেরার পর কঠোর পরিশ্রম করে চলেছি। তার ফল মিলছে। জানতাম, আমার জন্য এই মৌসুম খুব গুরুত্বপূর্ণ এবং সতীর্থদের সহায়তা করার জন্য নিজেকে সেরা রূপে রাখতে হবে আমাকে।'

এদিকে গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো শেষ। একজন উইঙ্গার দলে টানতে না পারার আক্ষেপ রয়েছে দলে। তবে সেতার কোনো প্রয়োজন দেখছেন না রাফিনহা, 'আজকের ম্যাচেই ফুটে উঠেছে যে, নতুন কোনো ফুটবলার আনার প্রয়োজন নেই আমাদের। আমরা খুব ভালো ফর্মে আছি। ম্যাচে ও অনুশীলনে নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছে গোটা দল। আমরা একতাবদ্ধ থেকে মাঠে নামায় কাজ করছি এবং আজকের ম্যাচের ফলেই সেটিই প্রতিফলন পড়েছে।'

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

6h ago