দলে ভারসাম্য নেই, ফের ড্রয়ের পর বললেন রিয়াল কোচ
মায়োর্কার সঙ্গে ড্র করে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে উড়ন্ত জয়ে ঘুরে দাঁড়ায় দলটি। কিন্তু তৃতীয় ম্যাচে লাস পালমাসের মাঠে ফের হোঁচট খেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে দুই ড্রয়ের রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বললেন, 'দলে ভারসাম্য নেই।'
বৃহস্পতিবার রাতে গ্রান ক্যানারিয়ায় স্বাগতিক লাস পালমাসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের পঞ্চম মিনিটে আলবার্তো মোরেইরোর গোলে পিছিয়ে পরে তারা। এরপর দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে স্পটকিক থেকে গোল করে সমতা টানেন ভিনিসিয়ুস জুনিয়র। আসরে এটাই তার প্রথম গোল।
অন্যদিকে লা লিগায় এখনও গোলের দেখা মিলেনি এমবাপের। এর আগে উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে ভিনিসিয়ুসের সঙ্গে গোল পেয়েছিলেন এই ফরাসি ফরোয়ার্ডও। কিন্তু লা লিগায় টানা তিন ম্যাচেও মিলেনি। দ্বিতীয় ম্যাচ শেষে এমবাপের হয়ে ঢাল ধরলেও কিছুটা হলেও দুশ্চিন্তার পড়ছে কোচের কপালে।
ম্যাচ শেষে কোচ আনচেলত্তি বলেন, 'দল ভারসাম্যপূর্ণ নয়। মুভমেন্ট ও বল পুনরুদ্ধারের অভাব ছিল, যেমনটি মায়োর্কাতেও হয়েছিল। আমরা দ্রুত একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে যাচ্ছি। গত মৌসুমের দৃঢ়তা বজায় রাখার জন্য সংগ্রাম করছি। আমাদের অজুহাত খুঁজলে হবে না কারণ সূচি অনেক ঠাঁসা।'
নিজের সমালোচনা করতেও দ্বিধা করেননি আনচেলত্তি, 'খেলোয়াড়দের স্পষ্ট কৌশল দেওয়ার বিষয়ে আমাকে আরও পরিষ্কার হতে হবে। আমাদের ধারণার চেয়েও বেশি মূল্য দিতে হয়েছে। ম্যাচটি ছিল বেশ ধীর এবং গতিশীলতা ছিল না। প্রতিপক্ষের রক্ষণভাগ কাছাকাছি এলে বল ফরোয়ার্ডের কাছে পৌঁছায়। দল কমপ্যাক্ট নয়।'
আগামী রোববার লা লিগায় নিজেদের পরবর্তী মিশনে রিয়াল বেতিসের মুখোমুখি হবে আনচেলত্তির দল। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে রিয়াল। সমান ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
Comments