'বার্সেলোনার ড্রেসিংরুমে কেউ খুশি নয়'
সেই ২০১৯-২০ মৌসুমের পর এবার টানা তিন জয়ে লা লিগা শুরু করেছে বার্সেলোনা। তখন দলটিতে খেলতেন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। দীর্ঘদিন পর প্রত্যাশিত সূচনার পরও স্বস্তিতে নেই দলটি। কারণ আগের দিন রায়া ভায়াকানোর বিপক্ষে চোট পেয়েছেন মার্ক বার্নাল। চোট এতোটাই গুরুতর যে এই মৌসুমেই আর নাও দেখা যেতে পারে ১৭ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডারকে।
মঙ্গলবার রাতে রায়া ভায়াকানোর মাঠে লা লিগার ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের নবম মিনিটে পিছিয়ে পড়লেও বিরতির পর ৬০তম মিনিটে পেদ্রি ও ৮২তম মিনিটে দানি ওলমোর গোলে জয় পায় দলটি। কিন্তু তাদের জয়ের আনন্দ বিষাদে পরিণত হয় বার্নালের ইনজুরিতে।
ম্যাচ শেষে কোচ হ্যান্সি ফ্লিকও স্বীকার করেন বিষয়টি, 'ড্রেসিংরুমে কেউ খুশি নয়। মার্ক বার্নালের অবস্থা ভালো মনে হচ্ছে না। সবাই মার্কের জন্য দুঃখিত, আমাদের পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে, তবে এটি ভাল দেখাচ্ছে না।'
জানা গেছে অগ্রবর্তী ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে বার্নালের। এ ধরণের চোট থেকে সেরে উঠতে ১০ মাস থেকে এক বছর সময় লাগে সাধারণত। সেক্ষেত্রে এই মৌসুমে তার ফেরা নিয়ে রয়েছে বড় শঙ্কা। অথচ চলতি মৌসুমে দলে ডিফেন্সিভ মিডফিল্ডার না আনায় লা মাসিয়ার তরুণ বার্নালকে সুযোগ দিয়েছিলেন ফ্লিক। মূলত এই তরুণকে পেদ্রির সঙ্গে পিভোটে খেলানোর পরিকল্পনা করেছিলেন তিনি।
ম্যাচের যোগ করা সময়ের নবম মিনিটে আইসি পালাজনের পায়ের সঙ্গে ধাক্কা খেয়ে ডান হাঁটুতে আঘাত পান বার্নাল। এরপর অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়েন তিনি। ফলে শেষ মিনিটে ১০ জন নিয়ে খেলতে হয়েছে বার্সেলোনাকে।
Comments