‘অভিষেকে’ গোল করে অবিশ্বাস্য আনন্দে ভাসছেন এন্দ্রিক
ম্যাচ তখন প্রায় শেষের দিকে। কিলিয়ান এমবাপেকে উঠিয়ে ৮৭ মিনিটে ব্রাজিলিয়ান তরুণ সেনসেশন এন্দ্রিককে মাঠে নামান কার্লো আনচেলত্তি। খুব অল্প সময়েও নিজের অভিষেক রাঙিয়ে তুলেন এই তারকা। যোগ করা সময়ে গিয়ে করেন দারুণ এক গোল। এই গোলের পর অবিশ্বাস্য আনন্দে ভাসার কথা জানিয়েছেন ১৮ পেরুনো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রোববার স্প্যানিশ লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৮৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এন্দ্রিক নামার পরের মিনিটেই ব্রাহিম দিয়াজের গোলে ব্যবধান ২-০ করে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর যোগ করা সময়ে বাজিমাত করেন এন্দ্রিক। ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
খেলার যোগ করা সময়ের শেষ মিনিটে বক্সের বাইরে দিয়াসের কাছ থেকে বল পান এন্দ্রিক। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ক্ষিপ্র শটে বল জড়িয়ে দেন জালে।
ম্যাচ শেষে কোচ জানান, এই ঝলকেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন এন্দ্রিক। এন্দ্রিকের নিজের কাছে পুরো ব্যাপারটা মনে হচ্ছে স্বপ্ন পূরণের মতন। সান্তিয়াগো বার্নাব্যুতে এর আগে তিনি খেলেছেন ব্রাজিলের জার্সিতে, গোলও পেয়েছিলেন। তবে রিয়ালের হয়ে হোম ভেন্যুতে অভিষেকের গোল নিশ্চিতভাবেই অন্যরকম কিছু। সেই প্রতিক্রিয়ায় ধরা দিল তার কণ্ঠে, 'আমি খুবই খুশি। স্বপ্ন সত্যি হওয়ার মতন। আমি বার্নাব্যুতে আগেও খেলেছি তবে সেটা ব্রাজিল জাতীয় দলের হয়ে, গোলও করেছিলাম। তবে সেটা রিয়াল মাদ্রিদের হয়ে না। এটাই ছিলো আজ আমার আনুষ্ঠানিক অভিষেক, এবং লা লিগাতেও অভিষেক।'
রিয়াল মাদ্রিদে এসে বড় বড় তারকাদের সঙ্গে খেলতে পারার রোমাঞ্চও স্পর্শ করে যাচ্ছে এই ফরোয়ার্ডকে, 'আমি বাকরূদ্ধ। আমি কেবল ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমি সব সময় ব্রাজিলের মানুষদের জন্য জয় চাইতাম, কিন্তু এখন স্পেনের মানুষদের জন্যও চাইছি। আমি চাই সবাই ঐক্যবদ্ধ থকুক। আমি খুবই উপভোগ করেছি। শীর্ষ খেলোয়াড়দের সঙ্গে খেলে ভীষণ খুশি। আমি আগে তাদের কেবল ভিডিও গেমসে দেখতাম।'
Comments