ম্যানসিটিতে ফিরছেন গুন্দোগান
পেপ গার্দিওলার ঐতিহাসিক ট্রেবল জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন ইকাই গুন্দোগান। এরপর যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। তবে এক মৌসুম যেতেই কাতালান ক্লাব ছাড়ছেন এই জার্মান মিডফিল্ডার। ফের ম্যানচেস্টার সিটিতে ফিরে আসছেন তিনি। এরমধ্যেই তাকে ফেরানোর কাজ শুরু করেছে ইংলিশ ক্লাবটি।
আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এরমধ্যেই মৌখিক চুক্তি হয়ে গেছে দুই পক্ষের মধ্যে। বার্সেলোনা থেকে বিনামূল্যে সিটিতে ফিরছেন গুন্দোগান। গত মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এই জার্মান মিডফিল্ডার। যদিও তখন তাকে ছাড়তে চাননি গার্দিওলা। তবে ক্লাব থেকে তাকে পছন্দের চুক্তির দৈর্ঘ্য দিতে রাজি না থাকায় যোগ দেন বার্সায়।
এদিকে বার্সা এবার আরবি লাইপজিগ থেকে দলে টেনেছে দানি ওলমোকে। তাতে জায়গাটা অনিশ্চিত হয়ে যায় গুন্দোগানের। একই পজিশনের খেলোয়াড় হওয়ায় ম্যাচে সময় পাওয়ার সম্ভাবনা কম। তার উপর ওলমোকে স্বাক্ষর করাতে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক কাঠামো। উচ্চ উপার্জনকারীদের একজনকে মুক্তি দেওয়া হলেই প্রক্রিয়াটিকে মসৃণ করবে।
মূলত এই কারণেই গুন্দোগানকে বিনামূল্যে ছাড়তে রাজী হয় বার্সেলোনা। এই জার্মান মিডফিল্ডার ক্লাব ছাড়লে সহজেই ওলমোকে স্বাক্ষর করাতে পারবে ক্লাবটি। এছাড়া অ্যাথলেটিক বিলবাও থেকে নিকো উইলিয়ামসকেও পেতে চায় ক্লাবটি।
এদিকে চলতি মৌসুমে সিটি থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। এছাড়াও নরওয়েজিয়ান উইঙ্গার অস্কার বব পড়েছেন ইনজুরিতে। চার মাসেরও বেশি সময়ের জন্য ছিটকে গিয়েছেন। তাই মাঝমাঠে কিছুটা শূন্যতা অনুভব করছে সিটি। গুন্দোগান এই সমস্যার স্বল্পমেয়াদী সমাধান হতে পারেন। এছাড়া ক্লাবটিতে পরীক্ষিতও তিনি।
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২০১৬ সালে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে ৩০৪টি ম্যাচে ৬০টি গোল করেছেন গুন্দোগান। ইতিহাদ স্টেডিয়ামে সাত বছরে ১৪টি ট্রফি জিতেছেন। যেখানে রয়েছে পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ, চারটি কারাবাও কাপ এবং দুটি কমিউনিটি শিল্ড।
Comments