লিগের শুরুতেই হোঁচট খাওয়ায় হতাশ রিয়াল কোচ
রদ্রিগোর গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর ব্যবধান ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন রিয়ালকে রুখে দিয়েছে মায়োর্কা। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জিততে না পারায় তাই চরম হতাশ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
রোববার প্রতিপক্ষের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। ১৩ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে নিয়েছিলেন রদ্রিগো। ৫৩ মিনিটে ভেদাত মুরিকি আনেন সমতা। এরপর আর কোন দল গোল বের করতে পারেনি।
এই ম্যাচের পর নিজের হতাশা স্পষ্ট করে জানান আনচেলত্তি, 'আমি খুশি না আজ। আমার মনে হয় আমরা আরও অনেক ভালো করতে পারতাম।'
মৌসুমের শুরুতে এমন হোঁচটের পেছনে ফিটনেস নয়, মানসিকতার দায় দিয়েছেন তিনি, 'আমাদের আরও মনোযোগী হওয়া দরকার। গ্রুপ হিসেবে কাজ করতে হবে। ফিটনেসের সমস্যা না, এটা মানসিক।'
'আমি কোন অজুহাত দিতে চাই না। আমাদের আরও ভালো করতে হবে। এই ম্যাচ থেকে শেখার অনেক কিছু আছে। এই ম্যাচে আমরা আমাদের সমস্যাগুলো খুঁজে পেলাম।'
খেলার শুরুতে এগিয়ে গিয়েও বিরতির পর খেই হারানোর পেছনে ভারসাম্যের ঘাটতি দেখেন রিয়াল কোচ, 'আমরা ভালো শুরু করেছিলাম। আমরা এগিয়ে গিয়েছিলাম, দ্বিতীয়বার এগুনোর সুযোগও ছিলো। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের ভারসাম্যের ঘাটতি আছে।'
Comments