বার্সায় থেকে যাবেন গুন্দোগান, আশা কোচের

অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দানি ওলমোকে দলে টেনেছে বার্সেলোনা। ফলে ম্যাচে পর্যাপ্ত সময় পাওয়া নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে ইকাই গুন্দোগানের। একই সঙ্গে উঠেছে তার দল ছাড়ার গুঞ্জনও। তবে এই গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না দলটির জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। গুন্দোগান বার্সেলোনায় থেকে যাবেন বলেই প্রত্যাশা করছেন তিনি।

শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। তবে বার্সার প্রথম ম্যাচে ছিলেন না গুন্দোগান। তাতে গুঞ্জন আরও বেড়েছে। সংবাদ সম্মেলনেও উঠে আসে প্রসঙ্গটি। তবে এই ম্যাচে না খেলার সঙ্গে গুন্দোগানের দল ছাড়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ফ্লিক।

গুন্দোগানকে নিয়ে এই কোচ বলেন, 'তার সঙ্গে এই সপ্তাহে কথা বলেছি আমি। তাকে খুব ভালো করেই চিনি। আমাদের সম্পর্ক খুবই ভালো। সে যে ধরনের ফুটবলার এবং যে ধরনের মানুষ, আমি সেটার প্রশংসা করি। আমরা সবকিছু নিয়ে কথা বলেছি। সেসব আপনাদের জানা জরুরি নয়, সেগুলো আমাদের মধ্যেই থাকবে। তবে আমার যা মনে হচ্ছে, সে অবশ্যই থেকে যাবে।'

গুন্দোগানের সঙ্গে বার্সেলোনার আরও এক বছর চুক্তি রয়েছে। আর কোচের সঙ্গে সম্পর্কও অবশ্য বেশ ভালো। জার্মান দলের কোচ থাকাকালীন সময়ে ফ্লিক কাজ করেছেন তার সঙ্গে। এমনকি গুন্দোগানকে জাতীয় দলের অধিনায়কও করেছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Mohakhali blockade halts Dhaka's rail link

Students of Titumir College waged protest to press home their demand for upgradation of their institution as a university

34m ago