নিকোকে পেতে পিএসজির সঙ্গে লড়াইয়ে বার্সা, খুঁজছে বিকল্পও
ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়ের অন্যতম কারণ ছিল লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস জুটি। এই জুটির সঙ্গে দানি ওলমোর রসায়নেই রেকর্ড চতুর্থ শিরোপা জিতে নেয় লা রোজারা। সেই ত্রয়ীকে বার্সেলোনাতেও একত্রে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি। তবে এরমধ্যে বাগড়া দিচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। তাই বাধ্য হয়ে নিকোর বিকল্পও খুঁজছে কাতালান ক্লাবটি।
দুদিন আগেই ওলমোকে স্বাক্ষর করায় বার্সা। এবার তাদের লক্ষ্য নিকো। তবে তার কাছ থেকে এখনও ইতিবাচক সাড়া পাচ্ছেন না তারা। তাই বিকল্প খুঁজছে দলটি। যদিও এই ট্রান্সফার থেকে সরে যায়নি বার্সা। ২২ বছর বয়সী এই তরুণের রিলিজ ক্লজ ৫৮ মিলিয়ন ইউরো। তাই এই ক্লজ একটিভেট করে তাকে টানতে চাইছে বার্সা। এরমধ্যেই আবার তাকে পেতে চেষ্টা চালাচ্ছে পিএসজিও।
শেষ মুহূর্তে যদি অ্যাতলেতিক বিলবাওয়ের এই উইঙ্গারকে না পাওয়া যায় তাই বিকল্প ভাবনায় একাধিক খেলোয়াড় বিবেচনায় রয়েছে বার্সেলোনার। লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ তাদের প্রথম পছন্দ। এছাড়া বায়ার্ন মিউনিখের কিংসলে কোমান ও এসি মিলানের রাফায়েল লিয়াওকেও পছন্দ তাদের।
এদিকে ফরাসি গণমাধ্যমে সংবাদ, নিকোকে পেতে চাইছেন পিএসজির স্পেনিয়ার্ড কোচ লুইস এনরিকেও। তাদের প্রস্তাব বার্সেলোনার চেয়েও বড়। সংবাদ অনুযায়ী বার্সার প্রায় দ্বিগুণ। কিন্তু এখন পর্যন্ত দলবদল নিয়ে কোনো আলোচনা করেননি নিকো।
Comments