লাইপজিগ ছাড়ার ঘোষণা দিলেন ওলমো

শেষ পর্যন্ত আরবি লাইপজিগ ছাড়তে যাচ্ছেন স্প্যানিশ তারকা দানি ওলমো। চার বছরেরও বেশি সময় পার করার পর বুন্দেসলিগার ক্লাবটি ছাড়ার ঘোষণা শুক্রবার দিয়েছেন এই মিডফিল্ডার। ধারণা করা হচ্ছে তার শৈশবের ক্লাব বার্সেলোনায় ফিরছেন তিনি।

ডায়নামো জাগরেব থেকে ২০২০ সালে লাইপজিগে স্বাক্ষর করেছিলেন ২৬ বছর বয়সী ওলমো। এরপর গত বছর ২০২৭ সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন। তবে এক মৌসুম যেতেই ক্লাব ছাড়ছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে দলের হয়ে ১৪৮টি ম্যাচ খেলেছেন। যেখানে ২৯ গোল করেছেন এবং জিতেছেন দুটি জার্মান কাপ।

সামাজিকমাধ্যম লাইপজিগকে বিদায় জানিয়ে ওলমো লিখেছেন, 'একটি তরুণ ক্লাব, একজন তরুণ খেলোয়াড়... আমরা বড় হয়েছি, আমাদের প্রথম ট্রফি জিতেছি এবং একসঙ্গে ইতিহাস তৈরি করেছি। দুটি কাপ এবং সুপার কাপ অনেকগুলো অবিস্মরণীয় মুহূর্ত যা সবসময় আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ আরবি লাইপজিগ, তোমরা চিরকাল আমার হৃদয়ে থাকবে।'

গত কয়েক মৌসুম ধরেই ওলমোকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বার্সেলোনা। তবে লাভ হয়নি। চলতি মৌসুমে সাফল্য পেতে যাচ্ছে কাতালান ক্লাবটি। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, লাইপজিগের সঙ্গে মৌখিক আলোচনা চূড়ান্ত করে ফেলেছে দলটি।

সংবাদ অনুযায়ী, প্রাথমিক চুক্তি অনুসারে, আগামী ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলবেন ওলমো। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর দাবি, তাকে পেতে ৪৭ মিলিয়ন ইউরো খরচ হবে ক্লাবটির। এছাড়াও শিরোপা জয় এবং ৬০ শতাংশ ম্যাচ খেলার ভিত্তিতে রয়েছে বোনাস।

এবার ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড চারবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নেওয়ার অন্যতম মূলনায়ক ছিলেন ওলমো। যে কারণে তার প্রতি আগ্রহটা এবার আরও বাড়ে বার্সার। দলটির তরুণ তারকা লামিনে ইয়ামাল ও অ্যাথলেতিক বিলবাওর নিকো উইলিয়ামসের সঙ্গে ওলমোর রসায়নটাও ছিল দেখার মতো। ওলমোর সঙ্গে নিকোকেও চাইছে বার্সা।

Comments

The Daily Star  | English

Mohakhali blockade halts Dhaka's rail link

Students of Titumir College waged protest to press home their demand for upgradation of their institution as a university

48m ago