এমবাপেকে বরণ করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ
গোটা স্পেন এখনো বুঁদ হয়ে আছে ইউরো জয়ের আনন্দে। এরমাঝে রিয়াল মাদ্রিদ সমর্থকদের আনন্দ হচ্ছে দ্বিগুণ। কারণ মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে বরণ করে নেওয়া হবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে।
১৫ বছর আগে ক্রিস্তিয়ানো রোনালদোকে বরণ করে নিতে গ্যালারি ভরে উঠেছিলো। এবার এমবাপের জন্য ৮৫ হাজার দর্শক আসতে পারেন বার্নাব্যুতে। আরও বর্ণাঢ্যভাবে হতে পারে আয়োজন।
এমবাপেকে স্বাগতের এই আয়োজনে টিকেট রাখা হয়েছে বিনামূল্যে। কাজেই মানুষ সমাগম বিপুল হওয়ার সম্ভাবনাই বেশি।
স্প্যানিশ জায়ান্ট রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন এমবাপে। পিএসজি ছেড়ে রিয়ালের আসার আনুষ্ঠানিক ঘোষণা হয় ইউরো কাপের আগেই। তার রিয়ালে আসার আভাস ছিলো আরও আগে থেকে।
এবার ইউরোতে এমবাপের সময়টা ভালো কাটেনি। প্রথম ম্যাচেই চোটে পড়েন। পরে ফিরে পাননি সেরা ছন্দ। এমবাপেকে সেরা অবস্থায় না পাওয়া ফ্রান্স বিদায় নেয় সেমিফাইনাল থেকে। ইউরো থেকে বিদায় নেওয়ার পর আপাতত কদিন ছুটি ও বিশ্রামে কাটানোর কথা জানিয়েছিলেন এমবাপে। রিয়ালের মাঠে অভ্যর্থনার পর হয়ত কদিন নির্ভার সময় পার করবেন তিনি। পরে তাকে দেখা যাবে রিয়ালের সাদা জার্সিতে।
Comments