আর্জেন্টিনার অলিম্পিক দলে আলভারেজ-ওতামেন্দি-রুলি

অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ দল অংশ নিলেও স্কোয়াডে বেশি বয়সের সর্বোচ্চ তিনজন খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকে।
ছবি: এএফপি

জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা অভিযান শেষ করেই ভিন্ন মোড়কে ফের আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে নামতে হবে তিন ফুটবলারকে। হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও হেরোনিমো রুলির মিলবে না অবসর। অলিম্পিকের জন্য তাদেরকে ডাকলেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাসচেরানো।

আসন্ন প্যারিস অলিম্পিকের জন্য আর্জেন্টিনার ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে আছেন বর্তমানে কোপা আমেরিকাতে জাতীয় দলের সঙ্গে থাকা স্ট্রাইকার আলভারেজ, ডিফেন্ডার ওতামেন্দি ও গোলরক্ষক রুলি। অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ দল অংশ নিলেও স্কোয়াডে বেশি বয়সের সর্বোচ্চ তিনজন খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকে। তাই তাদেরকে দলে অন্তর্ভুক্ত করেছেন সাবেক ফুটবলার মাসচেরানো।

আগামী ২৪ জুলাই শুরু হবে অলিম্পিকের ফুটবল ইভেন্ট। এবার অংশ নিচ্ছে ১৬টি দল। 'বি' গ্রুপে আর্জেন্টিনার মরক্কো, ইরান ও ইউক্রেন।

আর্জেন্টিনার অলিম্পিক দল:

গোলরক্ষক: লেয়ান্দ্রো ব্রে, হেরোনিমো রুলি

ডিফেন্ডার: মার্কো দি সেসার, হুলিও সোলার, হোয়াকিন গার্সিয়া, গঞ্জালো লুহান, নিকোলাস ওতামেন্দি, ব্রুনো আমিওনে

মিডফিল্ডার: এজেকিয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজে, ক্রিস্তিয়ান মেদিনা, কেভিন জেনন

ফরোয়ার্ড: গিলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্দু, থিয়াগো আলমাদা, ক্লদিও এচেভেরি, হুলিয়ান আলভারেজ, লুকাস বেলত্রান।

Comments