সমতায় থেকে বিরতিতে যাওয়ার যোগ্য ছিলাম না: আনচেলত্তি
চ্যাম্পিয়ন্স লিগে মতো বড় আসরের শিরোপা জিততে শুধু ভালো খেলাই যথেষ্ট নয়, ভাগ্যের সঙ্গও প্রয়োজন হয়। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। আর সেই ভাগ্য পুরো ম্যাচ জুড়েই সঙ্গে ছিল তাদের। তা না হলে প্রথমার্ধেই একাধিক গোলের ব্যবধানে পিছিয়ে পড়তে পারতো দলটি।
শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বুরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করে ১৫তম শিরোপা জিতে নিল স্প্যানিশ জায়ান্টরা।
তবে ম্যাচের প্রথমার্ধে এক করিম আদেয়েমি যদি ভালো ফিনিশিং দিতে পারতেন তাহলে অন্তত দুটি গোল পেতে পারতেন। একবার তো গোলরক্ষক থিবো কোর্তুয়াকে পেয়ে যান একাই। আর নিকলাস ফুলক্রুর্গ ছিলেন দুর্ভাগা। তার শট বারপোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচ শেষে তাই আনচেলত্তির সরল স্বীকারোক্তি, 'প্রথমার্ধে আমরা একটু আয়েশি ছিলাম। বল হারাচ্ছিলাম এবং এতে তারা (ডর্টমুন্ড) যেমনটা চেয়েছিল, সেভাবে খেলতে পেরেছে। প্রথমার্ধের অমন পারফরম্যান্সের পর, আমরা এমনকি সমতায় থেকে (বিরতিতে) ড্রেসিংরুমে যাওয়ার যোগ্যও ছিলাম না…কিন্তু এটাই ফুটবল এবং আমরা খুব, খুব খুশি।'
প্রথমার্ধে গোছানো ফুটবল খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দারুণ খেলতে থাকে লস ব্লাঙ্কোসরা। সে ধারায় গোলও আদায় করে নেয় দলটি। ৭৪তম মিনিটে দানি কারভাহালের হেডে লক্ষ্যভেদ হওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র।
শুধু ফাইনালের প্রথমার্ধেই নয়, আসর জুড়েই বেশ সংগ্রাম করেই ফাইনালে পৌঁছায় রিয়াল। আনচেলত্তির ভাষায়, 'আমি কখনই এগুলোর সঙ্গে অভ্যস্ত হতে পারি না। কেননা, এটা কঠিন ছিল, খুবই কঠিন, প্রত্যাশার চেয়ে অনেক বেশি কঠিন। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেললাম, আরও বেশি ভারসাম্যপূর্ণ দল ছিলাম, বল কম হারালাম…এটা একটা স্বপ্ন, যেটা ছুটছে তো ছুটছেই।'
Comments