নিজে ছাড় দিলেও কর্মীদের এক টাকাও ছাড় দিবেন না জাভি!
চুক্তি ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। কিন্তু অনেক নাটকের পর শেষ পর্যন্ত জাভি হার্নান্দেজকে ছাঁটাই করে বার্সেলোনা। তবে বিষয়টি মেনে নিয়ে কোনো ঝামেলা ছাড়াই আজ মঙ্গলবার চুক্তি শেষ করার পরিকল্পনা করছেন এই কোচ। ক্লাবের কথা বিবেচনা করে নিজে কোনো অর্থ দাবি না করলেও তার কর্মীদের বেতন-ভাতায় এক টাকাও ছাড় দিবেন না বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম 'এএস'।
বার্সেলোনায় জাভির মোট আটজন কর্মী ছিলেন। তাদের মধ্যে আল-সাদ থেকে আড়াই বছর আগে তার সঙ্গে কাতালান ক্লাবটিতে এসেছিলেন সাতজন -দুই সহকারী অস্কার হার্নান্দেজ ও সের্জিও অ্যালেগ্রে, শারীরিক প্রশিক্ষক ইভান তোরেস, ফিজিওথেরাপিস্ট কার্লোস নোগুইরা এবং তিন স্কাউট দাভিস প্রাতস, সের্জিও গার্সিয়া এবং তনি লোবো। অষ্টম জন হলেন যোগাযোগ ব্যবস্থাপক এদু পোলো, গত গ্রীষ্মেই দলের যোগ দিয়েছিলেন তিনি।
জাভির মতোই কর্মীদের সকলের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। আর সেই চুক্তি অনুযায়ী, বার্সেলোনা থেকে ১২ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ পাবেন জাভি। এবং তার কর্মীদের ক্ষতিপূরণ সবমিলিয়ে তিন মিলিয়ন ইউরোর মতো। বার্সেলোনার অবস্থা জেনেই নিজের প্রাপ্যটা ছেড়ে দিচ্ছেন জাভি। তবে কর্মীদের প্রাপ্যটা যদি লাপোর্তা বুঝিয়ে দিলেই চুক্তি বাতিল করার কাগজে স্বাক্ষর করবেন তিনি।
এদিকে বার্সেলোনায় জাভির চ্যাপ্টার বন্ধ হয়ে গেলে, আনুষ্ঠানিকভাবে বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ী জার্মান কোচ হ্যান্সি ফ্লিককে নতুন কোচ হিসেবে নিয়োগ দিবে বার্সেলোনা। আগামী দুই মৌসুমের জন্য ন্যু ক্যাম্পে আসবেন এই জার্মান কোচ।
২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নেন জাভি। পরের মৌসুমেই দলটিকে জেতান লা লিগার শিরোপা। এছাড়া সুপার কোপাও জিতে নেন তিনি। তবে চলতি মৌসুমটা ভালো কাটেনি তার। ট্রফিশূন্য মৌসুমে লা লিগা দ্বিতীয় হয় তারা। চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানও ১০ পয়েন্টের।
Comments