বেলজিয়ামের ইউরো দলে নেই কোর্তুয়া
প্রায় পুরো মৌসুম চোটের কারণে বাইরে থাকার পর চলতি মাসের শুরুতে মাঠে ফিরেছেন থিবো কোর্তুয়া। আর ফিরেছিলেনও পুরনো ছন্দেই। কিন্তু তাকে বাদ দিয়েই ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করেছে বেলজিয়াম।
অথচ আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের স্কোয়াডে রয়েছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। তবে তার উপর আস্থা রাখতে পারেননি কোচ ডোমেনিকো টেডেস্কো। এর আগে গত জুনে ইডেন হ্যাজার্ড অবসর নিলে কোর্তুয়াকে বেলজিয়ামের অধিনায়ক না করায় অনেক গুঞ্জনই উঠেছিল।
লম্বা সময়ের চোট কাটিয়ে গত ৪ মে লা লিগায় কাদিজের বিপক্ষে ফিরে আসেন কোর্তুয়া। এরপর থেকে তিনি গ্রানাদা, আলাভেস এবং রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নেমে ক্লিন শিট রেখেছেন এই গোলরক্ষক।
ইএসপিএন জানিয়েছে, শারীরিকভাবে সুস্থ থাকলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও শুরু করবেন কোর্তুয়া।
কোর্তুয়াকে বাদ দেওয়ার বিষয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কোচ টেডেস্কো বলেন, 'কোর্তুয়া খুব স্পষ্ট এবং সৎ এবং শুরু থেকেই যোগাযোগে ছিলেন। আমরা সবশেষ যে তথ্য পেয়েছি তা হল সে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত নয়। সে তার শরীরকে সবচেয়ে ভালো জানে।'
এদিকে ২৬ সদস্যের দল নিয়ে যাওয়ার সুযোগ থাকলেও ২৫ সদস্যের দল নিয়ে জার্মানি যাবেন টেডেস্কো। গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাওয়া অ্যাক্সেল উইটসেলও আছে স্কোয়াডে। অ্যাতলেতিকো মাদ্রিদে গিয়ে এই মিডফিল্ডারকে দলে ফিরে আসতে রাজি করিয়েছেন এই কোচ।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বেলজিয়াম স্কোয়াড:
গোলরক্ষক: কোয়েন কাস্টিলস, টমাস কামিনস্কি, ম্যাটজ সেলস।
ডিফেন্ডার: টিমোথি কাসটেন, ম্যাক্সিম ডি কুইপার, জেনো ডিবাস্ট, ওয়াউট ফায়েস, টমাস মিউনিয়ার, জ্যান ভার্টোনঘেন, আর্থার থিয়েট, অ্যাক্সেল উইটসেল।
মিডফিল্ডার: ইয়ানিক ক্যারাস্কো, কেভিন ডি ব্রুইনা, ওরেল মাঙ্গালা, আমাদৌ ওনানা, ইউরি টিলেম্যানস, আর্থার ভার্মেরেন, অ্যাস্টার ভ্রাঙ্কক্স।
ফরোয়ার্ড: জোহান বাকায়োকো, চার্লস ডি কেটেলারে, জেরেমি ডোকু, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, লোইস ওপেন্ডা, লিয়ান্দ্রো ট্রসার্ড।
Comments