ক্লপকে অনেক মিস করবেন গার্দিওলা

আট বছরের পথ চলায় ছয়টি প্রিমিয়ার লিগের শিরোপা। এরচেয়ে দারুণ আর কি হতে পারে। তবে এই সাফল্যে তাকে সবচেয়ে বেশি যিনি ভুগিয়েছেন তার নাম সম্ভবত ইয়ুর্গেন ক্লপ। তার অধীনে লিভারপুল বরাবরই তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে। সেই ক্লপ এবার ছাড়ছেন লিভারপুলের ডেরা। তাতে খুশি হওয়ারই কথা ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার। কিন্তু তাকে বেজায় মিস করবেন এই স্প্যানিশ কোচ।

রোববার অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলের জয়ের ম্যাচে লিভারপুলকে বিদায় জানান ক্লপ। একই দিনে ওয়েস্টহ্যামকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে সিটি। ম্যাচ শেষে ক্লপকে 'বিশ্বের সেরা কোচ' বলে মন্তব্য করেন গার্দিওলা। যদিও শেষ চার মৌসুম টানা প্রিমিয়ার লিগে শিরোপা জিতে নিয়েছে সিটিই।

ম্যাচ শেষে ক্লপের উচ্ছ্বসিত প্রশংসাই করেন গার্দিওলা, 'আমি তাকে অনেক মিস করব। ইয়ুর্গেন আমার জীবনের একটি সত্যিই গুরুত্বপূর্ণ অংশ হয়েছে। ম্যানেজার হিসেবে তিনি আমাকে অন্য স্তরে নিয়ে এসেছেন। আমরা একে অপরকে অবিশ্বাস্যভাবে সম্মান করি। আমি অনুভব করছি যে সে ফিরে আসবে। এবং তার মন্তব্যের জন্য তাকে অনেক ধন্যবাদ কিন্তু সে জানে যে আমার পিছনে অনেক কিছু রয়েছে যা এই ক্লাব আমাকে সরবরাহ করেছে, অন্যথায় আমি একা এটি করতে পারব না। আমি এটা বুঝতে পারার মতো যথেষ্ট নম্র।'

ক্লপকে কিংবদন্তি বলে আরও বলেন, 'আমি তাকে শুভকামনা জানাই এবং আশা করি তার ফাইনাল (শেষ ম্যাচ) ম্যাচটি বিশেষ ছিল, সে এটার প্রাপ্য ছিল। তিনি তার স্ট্যাম্প দিয়ে লিভারপুলকে স্বীকৃতি দিয়েছেন এবং লিভারপুল ভক্ত হওয়ার অবিশ্বাস্য গর্ব অনুভব করেছেন। এটি কেবল শিরোপা নিয়েই নয়, এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা যখন এক জায়গায় আসে সেখানে চিরকাল থাকে এবং ইয়ুর্গেন ও লিভারপুল অনেকটা (বিল) শ্যাঙ্কলি ও (বব) পেসলির মতো এবং এই অবিশ্বাস্য কিংবদন্তিদের স্তরের।'

ক্লপের অধীনেই ইংলিশ প্রিমিয়ার লিগ যুগে তাদের একমাত্র শিরোপা জিতেছে লিভারপুল। ২০১৯-২০ মৌসুমে সিটিকে পেছনে ফেলে এই শিরোপা জেতে দলটি। এর আগের মৌসুমেও লিগ জেতার খুব কাছে ছিল দলটি। কিন্তু ৯৭ পয়েন্ট পেয়েও খালি হাতে ফিরতে হয় তাদের। মাত্র ১ পয়েন্ট বেশি পেয়ে সেবার চ্যাম্পিয়ন হয় গার্দিওলার সিটি।

Comments