আগামী মৌসুমে ম্যানসিটি ছাড়ার ইঙ্গিত দিলেন গার্দিওলা
প্রায় ১০ বছরের পথচলার শেষে আগের দিন লিভারপুলের ডাগআউট ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। তার মতো ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়তে পারেন পেপ গার্দিওলাও। টানা আট বছর দলটির দায়িত্ব সামলানোর পর কিছুটা ক্লান্ত এই স্প্যানিশ কোচ বললেন, 'আমি যতটা না থেকে যাওয়ার কাছাকাছি, তার চেয়ে বেশি চলে যাওয়ার কাছাকাছি।'
রোববার রাতে ঘরের মাঠ ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে ওয়েস্টহ্যামকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মতো শিরোপা নিশ্চিত করেছে গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। ২০ মিনিট না যেতেই দলটিকে দুই গোলের লিড এনে দেন ফিল ফোডেন। এরপর দুই দল একটি করে গোল করলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি সিটিজেনদের।
প্রিমিয়ার লিগের ইতিহাসে টানা চারবার শিরোপা জয়ের রেকর্ড নেয় আর কোনো দলের। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত সিটির সমর্থকরা। তবে ম্যাচ শেষে গার্দিওলার কথায় কিছুটা শঙ্কায় পড়তেই পারে তারা। কারণ আগামী মৌসুমে ক্লাব ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন এই স্প্যানিশ কোচ।
সিটিতে এ নিয়ে আট মৌসুম কাটালেন গার্দিওলা। সেখানে ছয়বারই প্রিমিয়ার লিগ শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। এছাড়া দুটি এফএ কাপ, চারটি ইএফএল কাপ, দুটি কমিউনিটি শিল্ড, একটি উয়েফা সুপার কাপ এবং একটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন এই কোচ। এমন বর্ণিল ক্যারিয়ার শেষে ক্লান্ত বোধ করছেন তিনি।
শিরোপা নিশ্চিত করার পর গার্দিওলা বলেন, 'বাস্তবতা হচ্ছে, আমি যতটা না থেকে যাওয়ার কাছাকাছি, তার চেয়ে বেশি চলে যাওয়ার কাছাকাছি। ক্লাবের সঙ্গে কথা হয়েছে। এখন আমি থেকে যাচ্ছি। আগামী মৌসুম থাকব, এর মধ্যেই কথা বলব। তবে আট-নয় বছর পরও থেকে যাওয়া... দেখি কী হয়। এখনো চুক্তি আছে, আমিও আছি। কখনো কখনো আমার নিজেকে ক্লান্ত লাগে।'
'কখনো আবার মুহূর্তগুলো উপভোগ করি, যখন ম্যাচ জিতি, নতুন খেলোয়াড়দের দেখি। আমি ভেবেছি, কেউ কখনো টানা চারটা লিগ জেতেনি। আমরা কেন চেষ্টা করব না? এখন ভাবছি, চারটা তো হয়ে গেল। এরপর কী? এই মুহূর্তে আমি জানি না মোটিভেশন কী হবে। কারণ সবকিছু পূরণ হয়ে যাওয়ার পর উদ্দীপনা খুঁজে পাওয়া কঠিন,' যোগ করেন এই কোচ।
নতুন করে চুক্তি না হলে আর এক মৌসুমই সিটিতে থাকার কথা গার্দিওলার। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২ সালের জুনে শেষ হয়ে যাবে মেয়াদ।
Comments