আর্সেনালের আশা মাড়িয়ে শিরোপার কাছে ম্যানচেস্টার সিটি
টটেনহ্যাম্প হটস্পারের দিকে তাকিয়ে আশায় ছিলো আর্সেনাল, লাভ হয়নি। ম্যানচেস্টার সিটিকে রুখে দিতে পারেনি টটেনহ্যাম। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষের মাঠে গিয়ে দুই গোলের জয় তুলেছে ম্যানচেস্টার সিটি। এতে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে অনেকটা এগিয়ে গিয়েছে তারা।
টটেনহ্যামের মাঠে গিয়ে এর আগে প্রতিবারই হারতে হয়েছে সিটিকে। মঙ্গলবার রাতে তারা জিতেছে ২-০ গোলে। দলের জয়ে দুটি গোলই করেছেন আর্লিং হালান্ড। এই জয়ে ৩৭ ম্যাচ থেকে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে সিটি। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল আর্সেনাল।
লিগের বাকি আর একটাই ম্যাচ। আগামী রোববার একই সময়ে আর্সেনাল খেলবে এভারটনের বিপক্ষে, সিটির প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম। প্রতিপক্ষের শক্তির বিচারে দুই দলেরই জেতার কথা। সেটা হলে সিটিই ঘরেই থাকবে শিরোপা। ওয়েস্ট হ্যাম যদি সিটিকে আটকাতে পারে, আর এভারটনের বিপক্ষে প্রত্যাশিত জয় পায় আর্সেনাল তাহলে তারা চ্যাম্পিয়ন হতে পারে।
এদিন শুরুতে সিটিকে চেপে ধরেছিল টটেনহ্যাম। প্রথমার্ধ ছিলো গোলশূন্য। বিরতির পর গোলরক্ষকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি টটেনহ্যামের কোরিয়ান তারকা সন হিউং মিন। দুই মিনিট পরই কেভিন ডি ব্রুইনার বল ক্রস থেকে টোকা মেরে জালে জড়িয়ে উল্লাসে মাতেন হালান্ড।
৬২ মিনিটে চোটে পড়ে সিটির গোলরক্ষক এডারসন মাঠ ছাড়েন। কিছুটা আহত হওয়ায় তুলে নেওয়া হয় ডি ব্রুইনাকেও। তাতেও সমস্যা হয়নি। শেষ দিকে পেনাল্টি থেকে আরেক গোল পেয়ে দারুণ জয়ের উৎসব করে পেপ গার্দিওয়ালার দল।
Comments