বিদায়ী মৌসুমেও ফরাসি লিগের সেরা এমবাপে

মৌসুম শেষেই ফ্রান্স ছাড়ছেন কিলিয়ান এমবাপে। দীর্ঘদিন গুঞ্জন আকারে থাকলেও কিছুদিন আগেই বিষয়টি নিশ্চিত করেছেন এই ফরোয়ার্ড। তবে যাওয়ার আগে শেষ মৌসুমেও ফরাসি লিগ আঁর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ফরাসি। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো ইউএনএফপির (ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়ন) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সোমবার প্যারিসে এক অনুষ্ঠানে ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেওয়া হয় এমবাপের হাতে। সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন তার পিএসজি সতীর্থ উসমান দেম্বেলে, ব্রেস্তের পিয়েরে লিস-মেলো, মার্সেইয়ের পিয়েরে-এমেরিক অ্যাবামেয়াং এবং লিলের এডন জেগ্রোভা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে এখন পর্যন্ত ৪৪ গোল করেছেন এমবাপে। মৌসুম শেষ হয়নি এখনও। লিগেই পিএসজির ম্যাচ রয়েছে আরও দুটি। লিগেও গোল দেওয়ায় শীর্ষে তিনি। ২৭ গোল করেছেন। তারচেয়ে ৮ গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিলের জনাথন ডেভিড।

এছাড়া বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জেইর-এমেরি। আর বর্ষসেরা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে বর্ষসেরা কোচের পুরস্কারটি পেয়েছেন ব্রেস্তের এরিক রয়। প্রথমবারের মতো ব্রেস্তকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাইয়ে দেন এই কোচ। এক ম্যাচ হাতে রেখে পঞ্চম স্থানে থাকা দলটি নিশ্চিত করেছে ইউরোপা লিগ।

Comments