রেকর্ড গড়ে শিষ্যদের কৃতিত্ব দিলেন কিংস কোচ
যাত্রা শুরু ২০১৮-১৯ মৌসুমে। সেই মৌসুমেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয় বসুন্ধরা কিংস। এরপর থেকে টানা জিতেই চলেছে দলটি। আজ শনিবার ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা স্বাদ নিয়েছে তারা। আর জিতে শিষ্যদেরই কৃতিত্ব দিলেন প্রধান কোচ অস্কার ব্রুজন।
এদিন ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর জোড়া গোলে এগিয়ে গেলেও মিনহাজ রাকিবের গোলে ম্যাচে ফিরেছিল মোহামেডান। এরপর দারুণ কিছু সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি ঐতিহ্যবাহী দলটি।
পেশাদার লিগ চালুর পর সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। এরমধ্যে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে তাদের। টানা চ্যাম্পিয়ন হওয়ার সেই রেকর্ড গত আসরেই ভেঙেছিল কিংস। এবার সেই রেকর্ড আরও সুদৃঢ় করে তারা। তবে আবাহনীর ছয় শিরোপার রেকর্ডও হয়তো ছুঁয়ে ফেলতো দলটি। মাঝে অতিমারি করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুমের খেলা ছয় রাউন্ড শেষে বাতিল হয়।
রেকর্ড গড়া জয়ের পর বৃত্তাকারে দাঁড়িয়ে উল্লাসে মাতেন করেন ও খেলোয়াড়, কোচ, স্টাফরা। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস গোপন করতে পারেননি কোচ ব্রুজন, 'আমি ভীষণ খুশি। পুরো মৌসুম নিয়েই আমি খুব খুশি। ঘরোয়া টুর্নামেন্টগুলোতে মাত্র একটা ম্যাচ হেরেছি। টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হওয়া বড় অর্জন। টানা পাঁচবার লিগ জেতা, এটা কেউ পারেনি। এই কৃতিত্ব ছেলেদের।'
'এখানে আমরা ১ পয়েন্ট বা ড্রয়ের জন্য আসতে পারতাম, তাহলে পরের ম্যাচে আরেকটি পয়েন্ট আমাদের জন্য যথেষ্ট হতো। কিন্তু আমরা জয়ের জন্য খেলেছি। ৬০-৭০ মিনিট পর্যন্ত আমরাই আধিপত্য করেছি, আসলে শিরোপা জিততে হলে সংগ্রাম করতে হয়, শেষ ২০ মিনিট আমরা ভুগেছি, কিন্তু শেষ পর্যন্ত জিতেছি। এই কৃতিত্ব ছেলেদের,' যোগ করেন এই স্প্যানিশ কোচ।
Comments