১ গোল ও ৫ অ্যাসিস্টে এমএলএসে মেসির দুই রেকর্ড

ছবি: এএফপি

নিউইয়র্ক রেড বুলসের জালে ইন্টার মায়ামির গোল উৎসবে নিজেকে মেলে ধরলেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লাবের ছয় গোলের সবকটিতে অবদান রাখলেন। একটি গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট এলো মহাতারকার পা থেকে। পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ইতিহাসে দুটি রেকর্ড গড়লেন তিনি।

রোববার বাংলাদেশ সময় সকালে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৬-২ গোলের বিশাল জয় পেয়েছে মায়ামি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির পাশাপাশি নজর কাড়েন লুইস সুয়ারেজ ও মাতিয়াস রোহাস। উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ হ্যাটট্রিকের স্বাদ নেন। মেসির গোলটিতেও অ্যাসিস্ট করেন তিনি। বদলি নেমে প্যারাগুইয়ান উইঙ্গার রোহাস করেন বাকি দুই গোল।

এমএলএসে কোনো ম্যাচে সবচেয়ে বেশি (পাঁচটি) অ্যাসিস্ট করার রেকর্ড এখন মেসির। একইসঙ্গে কোনো ম্যাচে সর্বোচ্চ সংখ্যক গোলে (ছয়টি) ভূমিকা রাখার কীর্তি শোভা পাচ্ছে তার নামের পাশে।

অথচ প্রথমার্ধ শেষে হারের শঙ্কায় ছিল লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মায়ামি। ৩০তম মিনিটে দান্তে ফনজেয়ারের লক্ষ্যভেদে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল রেড বুলস। তবে বিরতির পর ভোজবাজির মতো পাল্টে যায় যেন ম্যাচের দৃশ্যপট! মেসি, সুয়ারেজ আর রোহাস মিলিয়ে স্রেফ গুঁড়িয়ে দেন প্রতিপক্ষকে। ফলে গত মার্চে রেড বুলসের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার প্রতিশোধ মিলে যায় মায়ামির। ওই ম্যাচে অবশ্য চোটের কারণে ছিলেন না ৩৬ বছর বয়সী মেসি।

৪৮তম মিনিটে রোহাস মায়ামিকে সমতায় ফেরানোর পর ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ৬২তম মিনিটে। দুটি গোলেরই যোগানদাতা মেসি। মাঝে ৫০তম মিনিটে রেকর্ড আটবারের ব্যালন দি'অরজয়ী ফুটবলার নিজেও নিশানা ভেদ করেন। এরপর একপেশে লড়াই হয়ে ওঠে কেবলই মেসি-সুয়ারেজময়। মেসির সহায়তায় মাত্র ১২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন সুয়ারেজ। যথাক্রমে ৬৯তম, ৭৫তম ও ৮১তম মিনিটে জাল কাঁপান তিনি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে রেড বুলসের হয়ে ব্যবধান কমান এমিল ফোর্সবার্গ।

১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট তালিকার এক নম্বর স্থান মজবুত করল মায়ামি। জেরার্দো মার্তিনোর শিষ্যদের চেয়ে এক ম্যাচ কম খেলা এফসি সিনসিনাটি ২১ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিনে থাকা রেড বুলসের অর্জন ১১ ম্যাচে ১৭ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

15m ago