বেশি কথা না বললেও মেসির চোখের ভাষা বোঝেন ক্রেমাস্কি

বরাবরই অন্তর্মুখী চরিত্রের লিওনেল মেসি। নিজের চেনা জগত নিয়েই থাকতে পছন্দ করেন। কাছের বন্ধুদের ছাড়া আড্ডায় মসগুল হতে দেখা যায় না তাকে। আর নতুন জগতে ভাষাগত সমস্যা তো রয়েছেই। ইন্টার মায়ামিতে মেসিকে খুব বেশি কথা বলতে দেখা যায় না বলেই জানান তরুণ মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাস্কি।

তবে মেসির শান্ত আচরণ সত্ত্বেও, স্থান এবং সুযোগ তৈরির ক্ষেত্রে দুজন একে অপরকে ঠিকই বোঝেন বলে জানিয়েছেন ক্রেমাস্কি। সম্প্রতি মেসিকে নিয়ে দ্য আমেরিকান ড্রিম পডকাস্টে ফুলহ্যামের টিম রিমকে এই প্রসঙ্গে বলেন, 'সে (মেসি) বেশি কথা বলে না, ঠিক? কিন্তু তিনি তার চেহারা দিয়ে কথা বলেন।'

এরপর নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, 'যেমন সে আপনার দিকে তাকাবে এবং আপনার মনে হবে 'ওহ ঠিক আছে।' আক্ষরিক অর্থে মাঠে, আমি স্পষ্টতই ক্রমাগত তার দিকে তাকাই যে সে কোথায় অবস্থান করছে তা দেখতে কারণ আমি তার পাশে খেলি।'

'যখন সে আসবে, আমার তার জন্য কিছু জায়গা তৈরি করতে হবে কিংবা সম্ভব হলে কিছু খেলোয়াড়কে সেখানে আকৃষ্ট করতে হবে যাতে সে কিছুটা জায়গা পেতে পারে। তাকে সন্তুষ্ট করার জন্য আমাকে বিভিন্ন ছোট মুভমেন্ট করতে হবে। স্পষ্টতই যদি আমরা তাকে সময় এবং স্থানের সঙ্গে খুঁজে পাই তাহলে আক্ষরিক অর্থে এটা একটি গোলের সুযোগ,' যোগ করেন এই তরুণ।

২০২২ সালে মায়ামির সিনিয়র দলে অভিষেক হওয়ার পর গত বছর যুক্তরাষ্ট্রের জাতীয় দলে সুযোগ পান ক্রেমাস্কি। মেসি দলে আসার পর তার পারফরম্যান্সেও ধার বাড়ে। গত বছর মায়ামির ইতিহাসের প্রথম শিরোপা জয়ে রাখেন দারুণ অবদান। ২টি অ্যাসিস্ট করার সঙ্গে একটি গোলও করেন ১৯ বছর বয়সী এই তরুণ।  

Comments

The Daily Star  | English

ICT orders investigation of 7 cops, army man by Dec 19

"I was not related to Aynaghar," Ziaul told the International Crimes Tribunal (ICT) where he was produced today

2h ago