চোটে পড়েছেন ভিনিসিয়ুস

টাই-ব্রেকারে গড়ানো রোমাঞ্চকর এক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। তাতে আরও একটি শিরোপার খুব কাছে চলে এসেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে এই ম্যাচে কিছুটা দুঃসংবাদ শুনতে হয়েছে তাদের। চোটে পড়েছেন দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

ইতিহাদ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে সিটির ডিফেন্ডার কাইল ওয়াকারের সঙ্গে বলের দখল নিতে দৌড়ের সময় কুঁচকিতে আঘাত পান ভিনিসিয়ুস। ১০৩তম মিনিটে তার বদলি হিসেবে লুকাস ভাজকেজকে নামানোর আগে উরুর ভিতরের অংশটি ধরে রেখেছিলেন এই ব্রাজিলিয়ান এবং এক পর্যায়ে ব্যথায় মাটিতে পড়ে যান।

এদিকে আগামী রোববার চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকো ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল। লা লিগা শিরোপা পুনরুদ্ধারের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। যদিও বার্সা থেকে পরিষ্কার ৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে রিয়াল। তবে এই ম্যাচ জিতলে এক অর্থে আর কোনো সম্ভাবনাই থাকবে না বার্সার। অনেকটাই নিশ্চিত হয়ে যাবে রিয়ালের শিরোপা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো জানিয়েছে, এল ক্লাসিকোতে খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে ভিনিসিয়ুসের। তবে চোট ঠিক কতোটা গুরুতর তা জানাতে পারেনি তারা। আগামী কয়েকদিনে তার অবস্থা যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা। তবে ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উল্লাসে ঠিকই যোগ দিয়েছেন এই ব্রাজিলিয়ান।

চ্যাম্পিয়ন্স লিগে আগের রাতে ম্যানচেস্টার সিটিকে টাই-ব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে রিয়াল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা ছিল। এর আগে প্রথম লেগের ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়।

Comments

The Daily Star  | English
Dhaka College and City College students clash

At least 10 injured as Dhaka College and City College students clash

Police were seen firing tear shells and sound grenades towards both sides of the clash

1h ago