আমরা বড়, বড় সমস্যায় আছি: গার্দিওলা

খেলোয়াড়দের ঘুড়িয়ে ফিরিয়ে খেলানোর বড় সুনাম রয়েছে পেপ গার্দিওলার। কিন্তু চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে না থাকায় সেই ফুরসৎ পাচ্ছেন না তিনি। তাতে ক্লান্তি ভর করেছে ফুটবলারদের মধ্যে। সেটা ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছেন গার্দিওলা। ফলে দল বড় সমস্যার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন এই স্প্যানিশ কোচ।

অন্যসব খেলোয়াড়দের চেয়ে একটু বেশিই ম্যাচ খেলেছেন রদ্রি। সান্তিয়াগো বার্নাব্যুতে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর কোচের কাছে বিশ্রামের আবেদন করেন রদ্রি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচটি চলতি মৌসুমে ৪১তম ম্যাচ রদ্রির। ইউরোপে শীর্ষ পাঁচ লিগে তার বেশি খেলেছেন কেবল তিনজন। যার দুইজন গোলরক্ষক। অপরজন আর্সেনালের উইলিয়াম সালিবা। 

চলতি মৌসুমে নিষেধাজ্ঞার কারণে চার ম্যাচ খেলেননি রদ্রি। সেই চার ম্যাচেই হারে সিটি। তাতেই স্পষ্ট দলের জন্য কতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই স্প্যানিশ মিডফিল্ডার। তার খেলা সবশেষ টানা ৬৬ ম্যাচে অপরাজিত রয়েছে সিটি। গত মৌসুমে ফার্নান্দিনহো ও চলতি মৌসুমে ক্যালভিন ফিলিপ্স দল ছাড়ায় সে অর্থে মান সম্মত ডিফেন্সিভ মিডফিল্ডারও নেই স্কোয়াডে।

এদিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা বর্তমানে লিগে তৃতীয় স্থানে রয়েছে। তবে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকলেও ব্যবধানে খুব বেশি পিছিয়ে নেই তারা। মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে প্রথম দুটি স্থানে আছে আর্সেনাল ও লিভারপুল। অর্থাৎ মাত্র এক রাউন্ডের ফলাফলেই বদলে যেতে পারে পাশা। সামান্য ঝুঁকি নেওয়াও বেশ কঠিন। তবে রদ্রি খেলতে না চাইলে তাকে জোর করে খেলাবেন না বলেই জানিয়েছেন গার্দিওলা, 'একজন খেলোয়াড় যদি খেলতে না চায় তাহলে সে খেলবে না।'

তবে কেন রদ্রিকে টানা খেলিয়েছেন তার ব্যাখ্যাও দিয়েছেন এই কোচ, 'আমাদের ম্যাচগুলো দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। এটি সহজ ব্যাপার। আমাদের যে মানের প্রয়োজন তার জন্য ও খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি একজন খেলোয়াড় থাকে যে খেলতে চায় না, সে খেলবে না। আমাকে দলের অর্ধেককে বিশ্রাম দিতে হবে...'

ক্লান্তির কারণে দল সমস্যায় রয়েছে দাবি করে গার্দিওলা বলেন, 'ও বেশি দৌড়ায় এবং প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশি নিখুঁত থাকে। এক্ষেত্রে শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি বেশি খরচ হয়। প্রতি তিন দিনে ম্যাচ খেলা, অনেক মিনিট খেলে ও অবশ্যই ক্লান্ত। তবে আমরা বড়, বড় সমস্যায় আছি। বুঝতে পারছি আমরা শেষ ম্যাচগুলোতে ক্লান্ত ছিলাম। আমরা (শনিবার) সিদ্ধান্ত নেব আমাদের কী করতে হবে।'

এই সপ্তাহান্তে রেলিগেশন জোনে অবস্থান করা লুটন টাউনের বিপক্ষে খেলবে সিটি। এরমধ্যেই এই মৌসুমে তাদের বিপক্ষে দুইবার খেলেছে তারা। দুটি ম্যাচই হয়েছে কেনিলওয়ার্থ রোডে; গার্দিওলার দল লিগে ২-১ এবং এফএ কাপের পঞ্চম রাউন্ডে ৬-২ ব্যবধানে জিতেছে।

Comments

The Daily Star  | English

Yunus hails armed forces' role in safeguarding independence

The chief adviser extended his heartfelt congratulations and best wishes to the members of the army, navy and air force

44m ago