সতীর্থদের বিশ্বাস না হারানোর তাগিদ ফন ডাইকের

ঘরের মাঠেই বড় ব্যবধানে হেরে গেছে লিভারপুল। সেখানে আতালান্তার মাঠে কতোটুকু ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তবে এই সন্দেহ নিজেদের খেলোয়াড়দের মধ্যে দেখতে চান না অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ঘুরে দাঁড়াবেন, এই বিশ্বাস রাখতে না পারলে ইতালিতে যাওয়ার কোনো মানে নেই বলে মনে করেন এই ডিফেন্ডার।

অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিয়ান ক্লাব আতালান্তার কাছে ০-৩ গোলের ব্যবধানে হেরেছে লিভারপুল। তাদের নিজেদের মাঠের ১৪ মাসের অপরাজেয় যাত্রা থামে তাদের। শুরুটা ভালো করলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে রেডদের বড় হারই উপহার দেয় ইতালির ক্লাবটি।

তবে কঠিন হলেও কাগজে কলমে টিকে আছে রেডদের আশা। আগামী সপ্তাহে দ্বিতীয় লেগের ম্যাচে আতালান্তায় খেলতে যাবে দলটি। যেখানে তাদের জিততে হবে কমপক্ষে চার গোলের ব্যবধানে। এর আগে সবশেষ যেবার চ্যাম্পিয়ন্স লিগে জিতেছিল ক্লাবটি, সেবার সেমি-ফাইনালে প্রথম লেগে তিন গোল হজম করে দ্বিতীয় লেগে চার গোল দিয়ে জিতেছিল তারা।

যদিও সেবার ছিল উল্টো। বার্সার মাঠে হারার পর জয় তুলে নিয়েছিল নিজেদের মাঠে। এবারের কঠিন সমীকরণটাও মেলাতে চান ফন ডাইক, 'আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে ইতালিতে যাওয়ার কোনো মানে নেই। এখানে ৩-০ ব্যবধানে হেরে আমরা খুব কঠিন করে ফেলেছি।

গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত খেলেও ড্র করে শীর্ষস্থান খুইয়েছে লিভারপুল। এরপর ইউরোপা লিগের ম্যাচে আতালান্তার কাছে বড় হার। সবমিলিয়ে কোণঠাসা অবস্থায় আছে দলটি। তবে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে এই সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে লিভারপুল। সেই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর শুরু করতে চান অধিনায়ক, 'বাউন্স ব্যাক করার উপায় হল উইকএন্ডের ম্যাচটি জেতা। আমাদের প্রত্যেককে পরিবর্তন করতে হবে। তারপরে আমরা সেখানে অন্তত চারটি গোল করার দিকে মনোনিবেশ করতে পারি।'

তবে আতালান্তার কাছে ঘরের মাঠে এমন হার মানতেই পারছেন না অধিনায়ক, 'অবশ্যই এটা ভালো নয়। একটি খুব, খুব হতাশাজনক সন্ধ্যা। অনেক ব্যক্তিগত ভুল করেছি এবং এর শাস্তিও পেয়েছি। আমাদের সবার জন্য একটি অত্যন্ত হতাশাজনক রাত কিন্তু আমরা এটাতে খুব বেশি দিন থাকতে পারি না। আমাদের সবাইকে আরেকটি বড় ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে।'

'আমাদের ফলাফল পাওয়ার দিকে ফিরে যেতে হবে। আমরা ব্যাপকভাবে উন্মুক্ত ছিলাম। কিন্তু আরও বেশি গোল হজম করেছি কারণ আমরা কঠিন এলাকায় বল হারিয়েছি। কিন্তু এটা আমাদের (মনোবল) ভেঙে দিতে পারে না। আমাদের খুব দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে,' বলেন ফন ডাইক।

Comments

The Daily Star  | English

Yunus hails armed forces' role in safeguarding independence

The chief adviser extended his heartfelt congratulations and best wishes to the members of the army, navy and air force

41m ago