আইএসের ‘হুমকির’ পর চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ঘিরে নিরাপত্তা জোরদার
মঙ্গল ও বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ইউরোপের আট বড় ফুটবল ক্লাব। নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট এই ম্যাচগুলোতে হামলার হুমকি দিয়েছে বলে খবর বেরিয়েছে। আয়োজক উয়েফাও জানিয়েছে এসব হুমকির বিষয়ে তারা সজাগ।
বুধবার প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনা। হাই ভোল্টের ম্যাচের আগে নজর চলে গেছে অন্যদিকে। ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী জেরাল্ড ডারমেইন জানিয়েছেন, হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে তারা নিরাপত্তা যথেষ্ট বাড়াচ্ছেন।
গণমাধ্যমকে তিনি জানান আইএস শুধু পিএসজি-বার্সেলোনা ম্যাচ নয়, চ্যাম্পিয়ন্স লিগের সব কোয়ার্টার ফাইনালেই হামলার হুমকি দিয়েছে আইএস, 'আজ সকালে পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হচ্ছে।'
বার্তা সংস্থা এএফপি এক সূত্রের বরাতে লিখেছে, 'আইএস চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালকে হুমকি দিয়েছে, শুধু ফ্রান্সের ম্যাচ নয়। সবগুলো ম্যাচেই।'
আজ মঙ্গলবার দিবাগত রাতে স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে লড়বে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। একই সময়ে লন্ডনে মুখোমুখি হবে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ।
বুধবার মাদ্রিদে মুখোমুখি হবে অ্যাতলাটিকো মাদ্রিদ ও বুরুশিয়া ডর্টমুন্ড। একই সময়ে প্যারিসে খেলবে পিএসজি ও বার্সেলোনা।
এদিকে এই হুমকির খবরে বিবৃতি দিয়েছে আয়োজক সংস্থা উয়েফা, 'উয়েফা এই সপ্তাহের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কথিত সন্ত্রাসীদের হুমকির বিষয়ে সতর্ক আছে। এবং সংশ্লিষ্ট ভেন্যুতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে।'
'সবগুলো ম্যাচই যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নির্ধারিত সময়ে এগিয়ে নেওয়ার পরিকল্পনা আছে।'
এই ব্যাপারে পিএসজি কোচ লুইস এনরিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, 'সন্ত্রাসীদের হুমকির বিষয়ে কে উদ্বিগ্ন হবে না?তবে আমি আশা করছি সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারব। এবং এটা কেবল একটা হুমকি হয়েই থাকবে। কিছুই হবে না।'
Comments