আল-হিলালের বিদায়, লাল কার্ড দেখলেন রোনালদো

সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর। সেমি-ফাইনালে আল-হিলালের কাছে হেরে বিদায় নেয় দলটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে বহিষ্কার হন দলের অন্যতম সেরা তারকা রোনালদোও। ফলে আরও একটি শিরোপা শূন্য মৌসুম কাটানোর কাছাকাছি দলটি।

মঙ্গলবার রাতে আবুধাবির মোহাম্মাদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপের সেমি-ফাইনালে আল-নাসরকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আল-হিলাল। আল-নাসরের চেয়ে ১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে সৌদি প্রো লিগের শীর্ষেও আছে তারা।

তবে সব ছাপিয়ে আলোচনা ওই রোনালদোর লাল কার্ড নিয়ে। ঘটনাটি ঘটে ম্যাচের ৮৫তম মিনিটে। থ্রোইন পায় আল-নাসর। কিন্তু আল-হিলালের আলী আল-বুলায়হি কুড়িয়ে আনতে গেলে ছুটে গিয়ে তাকে সুযোগ না দিয়ে বল নিয়ে নেন রোনালদো। তখন তার গতি রোধ করার চেষ্টা করেন আল-হিলাল ডিফেন্ডার। এ নিয়ে ধ্বস্তাধস্তি এক পর্যায়ে আল-বুলায়হিকে কনুই দিয়ে আঘাত করেন পর্তুগিজ তারকা।

আঘাত পেয়ে সঙ্গেসঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন আল-বুলাইহি। এরপর সংঘর্ষে লিপ্ত হন দুই দলের খেলোয়াড়রাও। এক পর্যায়ে রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেফারিকে মুষ্টি পাকিয়ে ঘুষি মারতে গিয়েছিলেন রোনালদো। তবে পরে নিজেকে সামলে নেন। ক্যারিয়ারে এ নিয়ে দ্বাদশবার লাল কার্ড দেখলেন রোনালদো।

এই ঘটনার আগেই দুই গোলে পিছিয়ে ছিল আল-নাসর। ম্যাচের ৬১তম মিনিটে সালেম আল-দৌসারির গোলে এগিয়ে যায় আল-হিলাল। এর ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। তবে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে একটি গোল শোধ করেন আল-নাসরের সাদিও মানে।

Comments

The Daily Star  | English

ICT act won’t have provisions for punishment of political parties

Says law adviser; provision of death sentence to remain

1h ago