ক্ষমা চাইলেন মেসিকে 'বামন', 'শয়তান' বলা মন্টেরে কোচ

ফক্স স্পোর্টস এমএক্সের বরাতে গত কয়েক দিন ধরেই একটি ভিডিও ভাইরাল সামাজিকমাধ্যমে। যেখানে দেখা যায় ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসিকে উদ্দেশ্য করে গালিগালাজ করছেন মেক্সিকান ক্লাব মন্টেরের সহকারী কোচ নিকোলাস সানচেজ। তার রোষানল থেকে বাদ পড়েননি মায়ামির কোচ জেরার্দো তাতা মার্তিনোও। তবে এরজন্য ক্ষমা চেয়েছেন সানচেজ।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে মন্টেরের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। ঘরের মাঠে সেই ম্যাচে ১-২ ব্যবধানে হেরে যায় মায়ামি। ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল তারাই। তবে ৬৫তম মিনিটে মায়ামির ডেভিড রুইজ লালকার্ড দেখলেই পাশা যায় বদলে। এরপর দুটি গোল হজম করে তারা।

রুইজের লাল কার্ডের সঙ্গে সেই ম্যাচে মায়ামির আরও ছয় খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান রেফারি। সবমিলিয়ে রেফারির এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন মেসি সহ দলের বাকি খেলোয়াড়রা। তাই ম্যাচ শেষে রেফারির সঙ্গে বিতর্ক মেসির। সে সময় তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও কোচ মার্তিনোও।

সেই সময়ের ঘটে যাওয়া নানা ঘটনা বর্ণনা করতে গিয়ে মেসি ও মার্তিনোকে অপমানসূচক অনেক কথা বলেন সানচেজ। তার ভিডিও পরে ফাঁস করে ফক্স স্পোর্টস এমএক্স। মূলত রেফারির সঙ্গে মেসির কথা বলা পছন্দ হয়নি তাদের। এ নিয়ে সংবাদ সম্মেলনে তোপ দাগান মন্টেরের প্রধান কোচ ফার্নান্দো ওর্তিজও। 

ফাঁস হওয়া সেই ভিডিওতে সানচেজকে বলতে শোনা যায়, ''ও (মেসি) একটা অধিকারী বামন, চেহারা শয়তানের মতো। সে আমার মুখের পাশে হাত মুঠো করে বলে, "তুমি নিজেকে কী মনে কর?" তবে কারণ আমি ওর দিকে তাকাইনি, আমার দৃষ্টি ছিল অন্যদিকে। আমি কোনো উত্তর দিইনি। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল।'

এরপর কোচ তাতা মার্তিনো কে উদ্দেশ্য করে সানচেজ বলেন, 'তাতা মার্তিনো, কী দরিদ্র একটা পুতুল। তাকে সামনে পেয়ে বলেছিলাম, "বোকা, তুমি কাঁদবে? বোকা তুমি কাঁদবে?" কী দারুণ একটা পুতুল!'

পরে সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে মার্তিনোর কাছে চেয়ে সানচেজ বলেছেন, 'যেহেতু আমি জেরার্দো মার্তিনোকে চিনি না এবং আমি তার সঙ্গে অসম্মানজনক আচরণ করেছি, এর জন্য ক্ষমা চাচ্ছি। আমিও তাদের সবার মতো একজন আর্জেন্টাইন। আর সব সময় চাইব ক্লাবের পাশে থাকতে। কারণ এখানে আমি দায়িত্ব নিতে এসেছি।'

আগামী বুধবার দ্বিতীয় লেগের ম্যাচে মন্টেরের মাঠে খেলবে মায়ামি। সেই ম্যাচে খেলার কথা রয়েছে মেসির। মেজর লিগ সকারে কোলোরাডোর বিপক্ষে ২-২ গোল ড্র হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন অধিনায়ক। আশা করা যাচ্ছে মন্টেরের বিপক্ষে শুরু থেকেই খেলবেন তিনি।

Comments

The Daily Star  | English

ICT act won’t have provisions for punishment of political parties

Says law adviser; provision of death sentence to remain

1h ago