বার্সাকে 'অপমান করা' নিয়ে যা বললেন পিএসজি কোচ

লিগ ওয়ানের প্রতিযোগিতায় ম্যাচটা ছিল ক্লেরমন্ট ফুটের বিপক্ষে। কিন্তু ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের বিভিন্ন সময়ে কিনা ফুটবল ক্লাব বার্সেলোনার উপর ক্ষোভ ঝারলেন বেশ কিছু পিএসজি সমর্থক। বার্সেলোনাকে উদ্দেশ্য করে নানা ধরণের কটূক্তি ও গালিগালাজে লিপ্ত হলেন তারা। তবে সমর্থকরা যাই বলুন না কেন বার্সেলোনার প্রতি পূর্ণ সম্মান রয়েছে বলে জানালেন পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে।

অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা প্রত্যাশায় এবার শেষ আটে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। আগামী বুধবারই ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে প্রথম লেগের ম্যাচে বার্সাকে আতিথেয়তা দেবে তারা। সেই ম্যাচে যে প্যারিসিয়ানদের কাছ থেকে ভালো কিছু পেতে যাচ্ছে না বার্সা, তার ইঙ্গিত নিজেদের ঘরোয়া প্রতিযোগিতাতেই দিয়ে দিলেন স্থানীয় সমর্থকরা। তবে ম্যাচ শেষে সে বিষয়টি উঠে আসে এনরিকের সংবাদ সম্মেলনেও।

বুধবার বার্সেলোনার বিপক্ষে পিএসজি সমর্থকদের এমন আচরণ না করার প্রত্যাশা করছেন কি-না জানতে চাইলে হেসে ওঠে এনরিকে। এরপর বলেন, 'আমি একটি দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই। দুটি দুর্দান্ত দলের মধ্যে একটি দুর্দান্ত শো। আমি চাই স্পোর্টসম্যানশিপ রাজত্ব করুক। জীবনের মতো, খেলাধুলাতেও আপনি প্রায়শই জিতবেন, আবার প্রায়শই হেরে যাবেন।'

'আমি সবসময় আমার সমস্ত প্রতিদ্বন্দ্বী, রেফারি, প্রতিপক্ষ খেলোয়াড় এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের পরিবারকে সম্মান করি। আমরা যখন দুঃখ পাই, তখন প্রতিদ্বন্দ্বীরা খুশি হয়। আমি আশা করি প্যারিস সেইন্ট জার্মেই জিতবে। আমি কি আপনাকে উত্তর দিয়েছি?' যোগ করেন পিএসজি কোচ।

তবে ফুটবল ক্যারিয়ারের উল্লেখযোগ্য সময় বার্সেলোনার হয়েই খেলেছেন এনরিকে। কোচিং জীবনও এই ক্লাবের হয়েই শুরু। এমনকি সেরা সাফল্য কাতালান ক্লাবটির হয়েই। একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই বিরল ট্রেবল জয়ের সম্মানও পেয়েছেন এই ক্লাবেই। তবে সময়ের আবর্তে এখন তিনি পিএসজির কোচ। তাই ম্যাচে যেভাবেই জিততে মরিয়া তিনি।

Comments

The Daily Star  | English

ICT act won’t have provisions for punishment of political parties

Says law adviser; provision of death sentence to remain

1h ago