ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান মজবুত করল আর্জেন্টিনা

ছবি: এএফপি

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান মজবুত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়াল তারা। তালিকার শীর্ষ সাতটি অবস্থানে আসেনি কোনো পরিবর্তন।

বৃহস্পতিবার সদস্য দেশগুলোর নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তালিকায় সবার উপরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৫১.৪১। গত জুলাইতে সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তাদের পয়েন্ট ছিল ১৮৪৩.৭৩।

চলতি মাসে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা। প্রথমটিতে লিওনেল মেসির লক্ষ্যভেদে নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জেতে তারা। পরেরটিতে বলিভিয়ার মাঠে মেসিকে ছাড়াই ৩-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার ঠিক পেছনেই থাকা ফ্রান্স ৮.৬৫ পয়েন্ট পিছিয়ে গেছে। আগের র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ০.১৯। কিছুদিন আগে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও প্রীতি ম্যাচে জার্মানির কাছে হেরে যায় তারা। ফ্রান্সের নামের পাশে রয়েছে ১৮৪০.৭৬ পয়েন্ট। তাদের পয়েন্ট কমেছে ২.৭৮।

তিনে থাকা ব্রাজিলের পয়েন্ট ৯.৩৪ বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৭.৬১। চলতি মাসে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের মাঠে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর পেরুর মাঠে ১-০ গোলে জেতেন নেইমাররা। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যবধান কমিয়েছে ফ্রান্সের সঙ্গে।

র‍্যাঙ্কিংয়ে চতুর্থ থেকে সপ্তম স্থান ধরে রেখেছে যথাক্রমে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস। এক ধাপ এগিয়ে আটে উঠেছে পর্তুগাল। তাদের জায়গা দিতে গিয়ে নয়ে নেমে গেছে ইতালি। দশম স্থান রয়েছে স্পেনের দখলে।

আফ্রিকার দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মরক্কো। এক ধাপ এগিয়ে তারা উঠেছে ১৩ নম্বরে। জার্মানি রয়েছে ১৫তম স্থানে। ১৭ নম্বরে অবস্থান করছে উরুগুয়ে। এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান। এক ধাপ এগিয়ে তারা দখল করেছে ১৯তম স্থান।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

55m ago